'তৃণমূল ছাত্র পরিষদের যদি হিম্মত থাকে, ছাত্র সংসদ নির্বাচন করে দেখাক' মন্তব্য SFI নেতা প্রতিকুর রহমানের

ত্রিপুরা-বিহার থেকে শুরু হওয়া SFI-এর জাঠা পৌঁছল উত্তর ২৪ পরগণার বারাসতে। দীর্ঘদিন ধরে ছাত্র পরিষদ নির্বাচন বন্ধ বঙ্গে, SFI নেতা প্রতিকুর রহমান বলেন, 'তৃণমূলের যদি বুকের পাটা থাকে, তৃণমূল ছাত্র পরিষদের যদি হিম্মত থাকে, তাহলে কলেজে গণতান্ত্রিক উপায়ে ছাত্র সংসদ নির্বাচন করে দেখাক'। 'গ্যারান্টি দিয়ে বলছি তৃণমূল ছাত্র পরিষদকে পশ্চিমবঙ্গের মাটিতে খুজে পাওয়া যাবে না। ২ টাকার টিকিট কেটে ওদের কলকাতার মিউজিয়ামে দেখতে হবে'। 'কলেজে কলেজে TMCP তোলাবাজি করছে, ছাত্ররা বিকল্পের সন্ধান করছে'। 'এত ভয় কেন SFI-কে'।

Share this Video

ত্রিপুরা-বিহার থেকে শুরু হওয়া SFI-এর জাঠা পৌঁছল উত্তর ২৪ পরগণার বারাসতে। দীর্ঘদিন ধরে ছাত্র পরিষদ নির্বাচন বন্ধ বঙ্গে, SFI নেতা প্রতিকুর রহমান বলেন, 'তৃণমূলের যদি বুকের পাটা থাকে, তৃণমূল ছাত্র পরিষদের যদি হিম্মত থাকে, তাহলে কলেজে গণতান্ত্রিক উপায়ে ছাত্র সংসদ নির্বাচন করে দেখাক'। 'গ্যারান্টি দিয়ে বলছি তৃণমূল ছাত্র পরিষদকে পশ্চিমবঙ্গের মাটিতে খুজে পাওয়া যাবে না। ২ টাকার টিকিট কেটে ওদের কলকাতার মিউজিয়ামে দেখতে হবে'। 'কলেজে কলেজে TMCP তোলাবাজি করছে, ছাত্ররা বিকল্পের সন্ধান করছে'। 'এত ভয় কেন SFI-কে'।

Related Video