হরিশ্চন্দ্রপুর থানা পাড়া সার্বজনীন কালী মন্দিরের থিম ভুত বাংলো, ১৩৬ তম বছরে পা দিল এই পূজো

মালদা জেলার কয়েকটি ঐতিহ্যবাহী কালী পূজোর মধ্যে অন্যতম হলো হরিশ্চন্দ্রপুর থানা পাড়া সার্বজনীন কালী মন্দিরের পূজা। এই বছর ১৩৬ তম বছরে পা দিল এই পূজো। এই বছরে তাদের থিম ভূত বাংলো। 
 

Share this Video

মালদা জেলার কয়েকটি ঐতিহ্যবাহী কালী পূজোর মধ্যে অন্যতম হলো হরিশ্চন্দ্রপুর থানা পাড়া সার্বজনীন কালী মন্দিরের পূজা। এই বছর ১৩৬ তম বছরে পা দিল এই পূজো। এই বছরে তাদের থিম ভূত বাংলো। পাশাপাশি এছাড়াও থিমের মাধ্যমে বার্তা দেওয়া হবে বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে। যেমন বৃদ্ধাশ্রম, প্লাস্টিক দ্রব্য বর্জন ও বাল্যবিবাহ রোধ।পূজো উপলক্ষে থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি তাদের কালীপূজোতেও সামিল হয় সকল ধর্মের মানুষ। পূজোর কয়েকটি দিনে সমগ্র জেলা থেকে বহু মানুষের ভিড় হয়। 

Related Video