'ভুয়ো' কল সেন্টার খুলে লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীদের প্রতারণা করা হত বারাসতে, ব্যবহার করা হত মেয়েদের
বারাসতের টাকি রোডের রামকৃষ্ণপল্লীতে সিআইডি'র হানা। সিআইডি'র হানায় গ্রেফতার ৫ জন। মুলত, সিআইডি সাইবার ক্রাইমের তল্লাশি চলে এই অফিসে। বাজেয়াপ্ত বেশ কিছু নথি,ল্যাপটপ, প্রিন্টার,ফোন ও প্রচুর পেনড্রাইভ। অভিযোগ, প্রতারণার বড় একটি চক্র এখানে ফাঁদ পেতে বসেছিল। ছাত্রছাত্রীদের কাছে ফোন করে লোন করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হত। এই কাজে প্রচুর মেয়েদের ব্যবহার করা হত। মেয়েদেরকে দিয়েই ফোন করিয়ে প্রতারণা করা হত, অভিযোগ। তল্লাশির পরে পুরো অফিসটিকে সিল করে দেয় সিআইডি।
বারাসতের টাকি রোডের রামকৃষ্ণপল্লীতে সিআইডি'র হানা। সিআইডি'র হানায় গ্রেফতার ৫ জন। মুলত, সিআইডি সাইবার ক্রাইমের তল্লাশি চলে এই অফিসে। বাজেয়াপ্ত বেশ কিছু নথি,ল্যাপটপ, প্রিন্টার,ফোন ও প্রচুর পেনড্রাইভ। অভিযোগ, প্রতারণার বড় একটি চক্র এখানে ফাঁদ পেতে বসেছিল। ছাত্রছাত্রীদের কাছে ফোন করে লোন করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হত। এই কাজে প্রচুর মেয়েদের ব্যবহার করা হত। মেয়েদেরকে দিয়েই ফোন করিয়ে প্রতারণা করা হত, অভিযোগ। তল্লাশির পরে পুরো অফিসটিকে সিল করে দেয় সিআইডি।