বাম-কংগ্রেস জোটের প্রস্তুতি সভা থেকে, তৃণমূলের বিরুদ্ধে হুঙ্কার বাম নেতা সেখ খলিলের

তৃনমূল তৃনমূলকে খুন করবে,তৃনমূল তৃনমূলকে পেটাবে সময় চলে এসেছে, পুলিশকে নতুন নতুন ডায়েরি কিনে নিয়ে আসতে হবে তৃনমূলের বিরুদ্ধে  মামলা লেখার জন্য, হাই মাদ্রাসা নির্বাচনের বাম-কংগ্রেস জোটের প্রস্তুতি সভা থেকে হুংকার দিয়ে বললেন বাম নেতা সেখ খলিল

Share this Video

আগামী ১৬ অক্টোবর মালদহের হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের মাদ্রাসায় পরিচালন সমিতির নির্বাচন রয়েছে | এদিনের নির্বাচন প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বামফ্রন্টের পক্ষ থেকে বাম নেতা জামিল ফিরদৌস,আরজাউল হক ও সেখ খলিল | কংগ্রেসের পক্ষ থেকে ছিলেন প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম,জিয়াউর চৌধুরী ও মাসুদ আলম সহ আরো অন্যান্য নেতৃত্বরা | এদিন ওই সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে হুঙ্কার দেন বাম নেতা সেখ খলিল | তৃনমূল তৃনমূলকে পেটাবে সময় চলে এসেছে বললেন তিনি | 

Related Video