নিয়োগের দাবিতে এবার গ্রন্থাগার চাকরি প্রার্থীদের বিক্ষোভ, ডেপুটেশন কর্মসূচি

২০০৯ সালের পর থেকে সাধারণ গ্রন্থাগার ও ২০১২ সালের পর থেকে স্কুল লাইব্রেরীতে কোনরকম নিয়োগ নেই এই রাজ্যে, এবার গ্রন্থাগার চাকরি প্রার্থী ঐক্য মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি সল্টলেক সেন্ট্রালপার্ক মেলার মাঠের সামনে

/ Updated: Sep 21 2022, 06:52 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

২০০৯ সালের পর থেকে সাধারণ গ্রন্থাগারে কোনরকম নিয়োগ নেই এই রাজ্যে | ২০১২ সালের পর থেকে স্কুল লাইব্রেরীতেও কোনরকম নিয়োগ নেই | এবার গ্রন্থাগার চাকরি প্রার্থী ঐক্য মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ সেন্ট্রালপার্ক মেলার মাঠের সামনে | মোট ছয় দফার দাবি নিয়ে শিক্ষা মন্ত্রী ও গ্রন্থাগার মন্ত্রীকে ডেপুটেশন দেবেন | দ্রুত রাজ্যের সমস্ত সরকার ও সরকার পষিত স্কুল ও মাদ্রাসা লাইবেড়ি গুলিতে শুন্য পদে লাইবেরিয়ান নিয়োগ করতে হবে এবং তাঁদের যোগ্য সম্মান দিতে হবে। দ্রুত রাজ্যের সমস্ত সরকার ও সরকার পষিত পাবলিক লাইবেড়ি গুলিতে শুন্য পদে গ্রন্থগরিক নিয়োগ করতে হবে। অবসর প্রাপ্ত গ্রন্থগরিক গ্রন্থাগার সহায়ক কর্মীদের পুনরনিয়োগ বন্ধ করতে হবে। চুক্তিভিত্তিক নয় স্থায়ীভাবে কর্মীদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে। রাজ্য সরকার এবং সরকার দারা বন্ধ হয়ে পরে থাকা লাইবেড়ি গুলো খুলতে হবে।নিয়োগের স্বচ্চতা আনতে হবে।