মালবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীকে 'পর্যটক' কটাক্ষ নিশীথের
মালবাজারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কথা বলছেন হড়পা বানে নিহতদের পরিবারের সঙ্গে, কিন্তু তাঁর এই উত্তরবঙ্গ সফরকে রীতিমত কটাক্ষ করলেন নিশীথ প্রামানিক। তিনি মুখ্যমন্ত্রীকে পর্যটকদের সঙ্গে তুলনা করেন।
মালবাজারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কথা বলছেন হড়পা বানে নিহতদের পরিবারের সঙ্গে, কিন্তু তাঁর এই উত্তরবঙ্গ সফরকে রীতিমত কটাক্ষ করলেন নিশীথ প্রামানিক। তিনি মুখ্যমন্ত্রীকে পর্যটকদের সঙ্গে তুলনা করেন।
নিশীথ প্রামানিক বলেন উত্তরবঙ্গের মানুষ অতিথি পরায়ন। এই সময়টা উত্তরবঙ্গের পর্যটন মরশুম। আর 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর সাধারণ পর্যটকদের ভ্রমণের মতই। যে পর্যটকরা আসছেন আর ভ্রমণ করে চলে যাচ্ছেন তাদের মতই মুখ্যমন্ত্রীর এই সফরকেই দেখছি আমরা। আর সেই কারণেই মুখ্যমন্ত্রীকে আমরা স্বাগত জানাচ্ছি।' নিশীথ প্রামানিকের কথায় বাকি পর্যটকদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও পার্থক্য নেই।