বারাণসীতে মমতার হেনস্থার প্রতিবাদ বাংলায়, ক্যানিংয়ে মিছিল থেকেই হুঁশিয়ারি শওকত মোল্লা-র

বারাণসীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়। তারই প্রতিবাদে চলছে জেলায় জেলায় চলছে ধিক্কার মিছিল। বৃহস্পতিবার একাধিক জায়গায় ধিক্কার মিছিল হয়। শুক্রবার সকালেও দেখা গেল সেই একই ছবি। জীবনতলার সদানন্দের মোড় থেকে শুরু হয় মিছিল। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নেতৃত্বে এই মিছিল হয়।
 

/ Updated: Mar 04 2022, 11:58 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বারাণসীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়। তারই প্রতিবাদে চলছে জেলায় জেলায় চলছে ধিক্কার মিছিল। বৃহস্পতিবার একাধিক জায়গায় ধিক্কার মিছিল হয়। শুক্রবার সকালেও দেখা গেল সেই একই ছবি। জীবনতলার সদানন্দের মোড় থেকে শুরু হয় মিছিল। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নেতৃত্বে এই মিছিল হয়। মিছিল থেকে কড়া হুঁশিয়ারি দিতেও শোনা যায় তাঁকে। প্রসঙ্গত, উত্তরপ্রদেশে চলছে নির্বাচন। ৭ তারিখ শেষ দফা নির্বাচন রয়েছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশ নির্বাচনে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির প্রচারেই বারাণসীতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পুরভোটের ফল ঘোষণার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয় বারাণসীর উদ্দেশে রওনা দেন। সেখানেই তাঁকে দেখে জয় শ্রীরাম ধ্বনি ওঠে। তারই প্রতিবাদে শুক্রবার তৃণমূলের প্রতিবাদ মিছিল শুরু হল। শুক্রবার জীবনতলার সদানন্দের মোড় থেকে জীবনতলা বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে  মিছিল শুরু হয়।ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লার নেতৃত্বে এই মিছিল হয়, হাজার দশেক তৃনমূল কর্মী সমর্থক নিয়ে এই মিছিল করেন বিধায়ক নিজে।