জুনিয়ার হাই স্কুলের একমাত্র শিক্ষকের অবসর, অথৈ জলে ১৫৮ জন পড়ুয়া

বুড়োবুড়ির তট জুনিয়ার হাই স্কুলের ২০১৮ সাল থেকে স্কুলে আসছেন না প্রধান শিক্ষিকা সুনিতা মন্ডল,  স্কুলের একমাত্র শিক্ষকের আজ অবসরের দিন । কি হবে ১৫৮  জন ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ তা নিয়ে  চিন্তায় অভিভাবকরা
 

/ Updated: Sep 30 2022, 04:43 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বুড়োবুড়ির তট জুনিয়ার হাই স্কুলের ২০১৮ সাল থেকে স্কুলে আসছেন না প্রধান শিক্ষিকা সুনিতা মন্ডল,  স্কুলের একমাত্র শিক্ষকের আজ অবসরের দিন । কি হবে ১৫৮  জন ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ তা নিয়ে  চিন্তায় অভিভাবকরা | ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমার বুড়োবুড়ির তট জুনিয়র হাইস্কুলের | শেষ পর্যন্ত শিক্ষক চেয়ে আবেদন স্কুল কর্তৃপক্ষের কাছে | প্রধান শিক্ষিকা সুনিতা মন্ডল কেন স্কুলে আসছেন না সে বিষয়ে তিনি কোনো কথা বলতে চান নি,ওই শিক্ষিকা স্কুলে না এসে কি বেতন পাচ্ছেন? একাধিক প্রশ্ন অভিভাবকদের। আগামী দিনের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ কি হবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।