'উনি মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রপতি, উনি গেলেই সবাই পালিয়ে যায়'

বুধবার পশ্চিম মেদিনীপুরে সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষ বলেন- "মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার মুখ্যমন্ত্রী, রাজ্যপালও, এখন তিনি রাষ্ট্রপতিও হতে চাইছেন। প্রধানমন্ত্রী ,সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আবার ইলেকশন কমিশনের চেয়ারম্যানও হতে চাইছেন। সবই উনি হতে চাইছেন, আর তার ইচ্ছাতেই সব চলবে  

Share this Video

গাঁয়ে মানেনা আপনি মোড়ল। উনি গেলেই লোকেরা পালিয়ে যায় দেখা পর্যন্ত করে না। শরদ পাওয়ারকে দিয়ে নিজের নামটা রাষ্ট্রপতি হিসেবে বলাতে চেয়েছিলেন। শরদ পাওয়ার নিজেও রাজি হননি উনার নামটাও বলেননি। বারবার বিভিন্ন রাজ্যে পাটি শুরু করতে গিয়ে লোকে ঝামা ঘষে দিচ্ছে তাও শিক্ষা হচ্ছে না। 

Related Video