'জেহাদ দিবস' আর কুণালকে 'নর্দমার কীট' বললেন শুভেন্দু অধিকারী

২১ শে জুলাই শহীদ দিবসকে 'জেহাদ দিবস' বললেন শুভেন্দু। আজ উত্তর ২৪ পরগণার দত্তপুকুরে একটি দলীয় সভায় এই মন্তব্য করেন। শুভেন্দু অধিকারী আরও বলেন, ২১ শে জুলাই সরকারী অনুষ্ঠান। 'ডিজে বাজছে আর পাগলু ড্যান্স হচ্ছে'। 'আমি ২১ টা ২১শে জুলাই ছিলাম'। 'মমতা ব্যানার্জি নিজেই জেহাদ দিবসের ডাক দিয়েছেন'। 'ওই দিন সব চোরগুলো কলকাতায় আসছে'। 'ওই পার্টিটা একটা কোম্পানি'। 'যশবন্ত সিনহাকে গাছে তুলে মই কেড়ে নিয়েছে'। 'নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত বিশ্বগুরু হতে চলেছে'। 'এই নর্দমার কীট সম্পর্কে আমি কোন মন্তব্য করি না'। 'ওরা যে কোম্পানির কর্মচারী, আমি সেই কোম্পানির মালিককে হারানো লোক'।

/ Updated: Jul 19 2022, 06:55 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

২১ শে জুলাই শহীদ দিবসকে 'জেহাদ দিবস' বললেন শুভেন্দু। আজ উত্তর ২৪ পরগণার দত্তপুকুরে একটি দলীয় সভায় এই মন্তব্য করেন। শুভেন্দু অধিকারী আরও বলেন, ২১ শে জুলাই সরকারী অনুষ্ঠান। 'ডিজে বাজছে আর পাগলু ড্যান্স হচ্ছে'। 'আমি ২১ টা ২১শে জুলাই ছিলাম'। 'মমতা ব্যানার্জি নিজেই জেহাদ দিবসের ডাক দিয়েছেন'। 'ওই দিন সব চোরগুলো কলকাতায় আসছে'। 'ওই পার্টিটা একটা কোম্পানি'। 'যশবন্ত সিনহাকে গাছে তুলে মই কেড়ে নিয়েছে'। 'নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত বিশ্বগুরু হতে চলেছে'। 'এই নর্দমার কীট সম্পর্কে আমি কোন মন্তব্য করি না'। 'ওরা যে কোম্পানির কর্মচারী, আমি সেই কোম্পানির মালিককে হারানো লোক'।