TMC Chaos: সমাবেশে আসার পথে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের মারধর, উত্তেজনা শ্যামনগরে

TMCP ছাত্র সমাবেশে যোগ দিতে আসা কর্মী সমর্থকদের সঙ্গে ট্রেনের মধ্যে তুমুল বচসা রেল যাত্রীদের। বচসা থেকে হাতাহাতি পর্যন্ত গড়ায়। তৃণমূলের দাবী, BJP-র সমর্থকরা ট্রেনের মধ্যে আগে থাকতেই ছিল, পরিকল্পনা মাফিক তারা এই গণ্ডগোল সৃষ্টি করে। ঘটনাটি ডাউন কল্যাণী সীমান্ত লোকাল ট্রেনটি শ্যামনগর পৌঁছালে সেখানেই তুমুল গণ্ডগোল সৃষ্টি হয়। তুমুল উত্তেজনা ছড়ায় শ্যামনগর স্টেশনে। কয়েকজন TMCP কর্মী সমর্থককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ছুটে আসে RPF, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। শ্যামনগর RPF-এ অভিযোগ দায়ের হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Share this Video

TMCP ছাত্র সমাবেশে যোগ দিতে আসা কর্মী সমর্থকদের সঙ্গে ট্রেনের মধ্যে তুমুল বচসা রেল যাত্রীদের। বচসা থেকে হাতাহাতি পর্যন্ত গড়ায়। তৃণমূলের দাবী, BJP-র সমর্থকরা ট্রেনের মধ্যে আগে থাকতেই ছিল, পরিকল্পনা মাফিক তারা এই গণ্ডগোল সৃষ্টি করে। ঘটনাটি ডাউন কল্যাণী সীমান্ত লোকাল ট্রেনটি শ্যামনগর পৌঁছালে সেখানেই তুমুল গণ্ডগোল সৃষ্টি হয়। তুমুল উত্তেজনা ছড়ায় শ্যামনগর স্টেশনে। কয়েকজন TMCP কর্মী সমর্থককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ছুটে আসে RPF, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। শ্যামনগর RPF-এ অভিযোগ দায়ের হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Related Video