মর্মান্তিক দুর্ঘটনা ! নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী গাড়ি পাহাড়ি ঝোরাতে, মৃত ১
দার্জিলিংয়ের বাতাসিয়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী গাড়ি পাহাড়ি ঝোরাতে পড়ে যায়, এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু এক যাত্রীর, গুরুতর আহত আর এক যাত্রী দার্জিলিং জেলা হাসপাতালে ভর্তি |
নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী গাড়ি পাহাড়ি ঝোরাতে | দুর্ঘটনাটি ঘটে দার্জিলিংয়ের বাতাসিয়ার কাছে | এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু এক যাত্রীর | তিনি দার্জিলিংয়ের গোরা বাড়ি এলাকার বাসিন্দা | গুরুতর আহত আর এক যাত্রী দার্জিলিং জেলা হাসপাতালে ভর্তি | পুলিশ সূত্রে জানা গিয়েছে গাড়িটি দার্জিলিং থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল সেই সময়ই রাস্তায় বাঁক থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে |