ভোটের ফল ঘোষণা হতেই মালদহে তৃণমূল প্রার্থীর ওপর হামলার অভিযোগ

পুরাতন মালদহে তৃণমূল প্রার্থীর ওপর হামলার অভিযোগ। ভোট গণনার পর উত্তেজনা ছড়াল পুরাতন মালদহ পুরসভার ২ নম্বর ওয়ার্ডের স্টেশন রোড এলাকায়। ২ নম্বর ওয়ার্ডের পরাজিত তৃণমূল প্রার্থী নেপাল দাসের দাবি, ভোট গণনা শেষে বাড়িতে খাওয়া-দাওয়া করে এসে চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় হঠাৎই বিজেপির কিছু লোকজন এসে তাঁর ওপর আক্রমণ করে। 

/ Updated: Mar 03 2022, 09:48 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পুরাতন মালদহে (Malda) তৃণমূল প্রার্থীর (Trinamool candidate) ওপর হামলার অভিযোগ। তৃণমূল প্রার্থীর ওপর হামলাকে কেন্দ্র করে ভোট গণনার পর উত্তেজনা ছড়াল পুরাতন মালদহ (old Malda) পুরসভার ২ নম্বর ওয়ার্ডের স্টেশন রোড এলাকায়। ২ নম্বর ওয়ার্ডের পরাজিত তৃণমূল প্রার্থী নেপাল দাসের দাবি, ভোট গণনা শেষে বাড়িতে খাওয়া-দাওয়া করে এসে চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় হঠাৎই বিজেপির কিছু লোকজন এসে তাঁর ওপর আক্রমণ করে। সেখানে তাঁকে মারধর করার পাশাপাশি তাঁর গলার সোনার চেন কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। এই খবর চাউর হতে এলাকার তৃণমূল কর্মীরা ছুটে আসেন। পুরাতন মালদা স্টেশন (Malda Station) মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। পরে মালদা থানার পুলিশ (Malda police station) ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে দেয়। জানা গিয়েছে, এই ঘটনায় দুই বিজেপি কর্মীকে আটক করা হয়েছে।