Bangla

মেষ রাশি-

কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে।

Bangla

বৃষ রাশি-

কাউকে সুখি করতে গিয়ে আত্মত্যাগ করতে হতে পারে।

Image credits: Getty
Bangla

মিথুন রাশি-

অভিভাবকদের সঙ্গে কোনও বিষয়ে তর্কে জড়িয়ে পড়তে পারেন।

Image credits: Getty
Bangla

কর্কট রাশি-

কর্মস্থলে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে তা সমাধান হয়ে যাবে সহজেই।

Image credits: Getty
Bangla

সিংহ রাশি-

বেহিসেবি খরচের ফলে সংসারে অশান্তি হওয়ার আশঙ্কা রয়েছে।

Image credits: Getty
Bangla

কন্যা রাশি-

সন্তানের কোনও কাজের জন্য মন ভালো হয়ে যাবে।

Image credits: Getty
Bangla

তুলা রাশি-

দুপুরের পর প্রত্যাশিত কাজে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Image credits: Getty
Bangla

বৃশ্চিক রাশি-

আপনার উদ্ভাবনী চিন্তাশক্তির ফলে উপার্জন বৃদ্ধি পাবে।

Image credits: Getty
Bangla

ধনু রাশি-

প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।

Image credits: Getty
Bangla

মকর রাশি-

এই রাশির জাতক-জাতিকাদের কর্মস্থলে দ্বায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

Image credits: Getty
Bangla

কুম্ভ রাশি-

এই রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি নিশ্চিত।

Image credits: Getty
Bangla

মীন রাশি-

ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আজ ভালো দিন।

Image credits: Getty

দেখে নিন আপনার মঙ্গলবারের রাশিফল

দেখে নিন আপনার সোমবারের রাশিফল

দেখে নিন আপনার রবিবারের রাশিফল

দেখে নিন আপনার শুক্রবারের রাশিফল