Bangla

'দিশাশূল' নিয়ম, অর্থাৎ, কাজের ভ্রমণে বাধা কাটাতে কয়েকটি নিয়ম অপরিহার্য

জ্যোতিষ শাস্ত্রের নিয়ম অনুসারে, সোম ও শনিবার পূর্ব দিকে ভ্রমণ করলে বিভ্রান্তি বাড়ে। তাই সোমবার এবং শনিবার পূর্ব দিকে ভ্রমণের যাত্রা শুরু করা উচিত নয়।

Bangla

'দিশাশূল' নিয়ম, অর্থাৎ, কাজের ভ্রমণে বাধা কাটাতে কয়েকটি নিয়ম অপরিহার্য

রবিবার এবং শুক্রবারের জন্য পশ্চিম দিকটি ‘ভুল’, অর্থাৎ পশ্চিম দিকে যাত্রা করতে হলে এই দুটি বার এড়িয়ে চলুন।

Image credits: Getty
Bangla

'দিশাশূল' নিয়ম, অর্থাৎ, কাজের ভ্রমণে বাধা কাটাতে কয়েকটি নিয়ম অপরিহার্য

মঙ্গলবার এবং বুধবার উত্তর দিকে ভ্রমণ অনুকূল নয় এবং বৃহস্পতিবার দক্ষিণ দিকে যাত্রা করা কষ্টদায়ক।

Image credits: Getty
Bangla

'দিশাশূল' নিয়ম, অর্থাৎ, কাজের ভ্রমণে বাধা কাটাতে কয়েকটি নিয়ম অপরিহার্য

সোমবার দক্ষিণ দিকে ভ্রমণ করা ভালো। মঙ্গলবার পূর্ব এবং দক্ষিণ উভয় দিকই শুভ। বুধবার পূর্ব ও পশ্চিম দিক এবং বৃহস্পতিবার দক্ষিণ দিক ছাড়া অন্য সব দিকে ভ্রমণ সুখকর।

Image credits: Getty
Bangla

'দিশাশূল' নিয়ম, অর্থাৎ, কাজের ভ্রমণে বাধা কাটাতে কয়েকটি নিয়ম অপরিহার্য

কোনও যাত্রা শুক্রবার সন্ধ্যায় শুরু করলে তা বেশ আনন্দদায়ক হয় এবং সাফল্যের পথ প্রশস্ত করে।

Image credits: Getty
Bangla

'দিশাশূল' নিয়ম, অর্থাৎ, কাজের ভ্রমণে বাধা কাটাতে কয়েকটি নিয়ম অপরিহার্য

শনিবার আপনার বাড়ি ছাড়া অন্য কোথাও ভ্রমণ করা উপকারী নয়। শনিবার ভ্রমণ অশুভ বলে মনে করা হয়। রবিবার পূর্ব দিকে করা যাত্রা উত্তম।

Image credits: Getty
Bangla

'দিশাশূল' নিয়ম, অর্থাৎ, কাজের ভ্রমণে বাধা কাটাতে কয়েকটি নিয়ম অপরিহার্য

জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, সোমবার আয়না দেখে এবং দুধ পান করে ভ্রমণ করুন। মঙ্গলবার গুড়, বুধবার ধনে বা তিল খেয়ে ভ্রমণ করুন।

Image credits: Getty
Bangla

'দিশাশূল' নিয়ম, অর্থাৎ, কাজের ভ্রমণে বাধা কাটাতে কয়েকটি নিয়ম অপরিহার্য

বৃহস্পতিবার দই, বার্লি বা শুক্রবার দুধ খেয়ে সফরে যান। শনিবার আদা খেয়ে যাওয়া শুভ। রবিবার ঘি বা দই খেয়ে ভ্রমণ করা উচিত।

Image Credits: Getty