সামুদ্রিক শাস্ত্র অনুসারে ডান চোখ ও বাম চোখ নাচলে কী ফল হতে পারে জেনে নিন।
সমুদ্র শাস্ত্র অনুসারে, মুখের বিভিন্ন অঙ্গ নাচা ভবিষ্যতের ঘটনা সম্পর্কে ইঙ্গিত দেয়। জেনে নিন কোন অঙ্গ নাচা শুভ আর কোনটি অশুভ।
সমুদ্র শাস্ত্র অনুসারে, যদি কারও কপাল বারবার নাচে, তাহলে বুঝতে হবে যে তিনি অনেক সুখ-সুবিধা পেতে চলেছেন এবং একইসঙ্গে ধনলাভও হবে।
যদি কারও ডান চোখ এবং ভ্রু বারবার নাচে, তবে এটিকে শুভ লক্ষণ বলে মনে করা হয়। অদূর ভবিষ্যতে শুভ সংবাদ পেতে পারেন।
যদি কারও বাম চোখ নাচে, তবে সাবধান হওয়া উচিত। কারণ, এমন ব্যক্তিদের সঙ্গে খারাপ কিছু হতে পারে।
যদি কারও উভয় গাল বারবার নাচে, তবে অবশ্যই তাঁর ধন লাভের যোগ এবং চাকরিতে পদোন্নতির যোগ থাকতে পারে।
ঠোঁট নাচা অত্যন্ত শুভ লক্ষণ হতে পারে। এমন হলে কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।
সমুদ্র শাস্ত্র অনুসারে, যাঁর থুতনি নাচে, তিনি স্ত্রী সুখ পান। ফলে এই লক্ষণ অত্যন্ত শুভ।
মহাভারতের ৫ রহস্যময় চরিত্র, ৩ জন নাকি এখনও বেঁচে?
Funeral Procession: রাস্তায় শবযাত্রা দেখলেই প্রণাম করেন? কারণ জানেন?
চাণক্যর বলা এই ৮ অমূল্য উক্তি বদলে দিতে পারে আপনার জীবন, জেনে নিন
Chanakya Niti: জীবনে সাফল্য ও সম্মান পেতে চান? এই ৭ অবস্থায় চুপ থাকুন