Bangla

রাখী বন্ধন উৎসব

ভাই ও বোনের মধ্যে পবিত্র বন্ধন উদযাপনের একটি উৎসব হল রাখীবন্ধন। এবছর রাখী বন্ধন পালিত হবে ২ দিন ধরে। অর্থাৎ, ৩০ এবং ৩১ অগাস্ট পালিত হবে রাখী বন্ধন উৎসব

Bangla

ঐতিহাসিক চার রাখী বন্ধন

মহারাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণের রক্তাক্ত কাটা হাতে নিজের ওড়নার বেঁধে দেন পাঞ্চাল কন্যা দ্রৌপদী

Image credits: Getty
Bangla

ঐতিহাসিক চার রাখী বন্ধন

রামায়নে রাম সমস্ত বানর সেনাদের ফুল দিয়ে রাখী বেঁধে ছিলেন

Image credits: Getty
Bangla

ঐতিহাসিক চার রাখী বন্ধন

সুলতান বাহাদুর শাহ চিতোর আক্রমণ করলে বিধবা রানি কর্ণবতী হুমায়ুনকে একটি রাখী পাঠিয়ে তাঁর সাহায্য প্রার্থনা করেন

Image credits: Getty
Bangla

ঐতিহাসিক চার রাখী বন্ধন : রাখিবন্ধন ও রবীন্দ্রনাথ

সাম্প্রদায়িকতা মেটাতে রবীন্দ্রনাথ ঠাকুর জাতি ধর্ম নির্বিশেষে রাখী বন্ধন উৎসব প্রচলন করেন, ১৯০৫ সালে বঙ্গভঙ্গের বিরোধিতা করতে রাখীকে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহার করেছিলেন তিনি

Image credits: Getty
Bangla

ঐতিহাসিক চার রাখী বন্ধন : রাখীবন্ধন ও রবীন্দ্রনাথ

বাংলার মানুষ পরস্পরের হাতে বেঁধে দেবেন হলুদ সুতো বেঁধে পালন করেছিলেন রাখী উৎসব, বাংলার মানুষ পরস্পরের হাতে বেঁধে দেবেন হলুদ সুতো বেঁধে পালন করেছিলেন এই উৎসব

Image credits: Getty
Bangla

রাখী পূর্ণিমার তারিখ ও শুভ সময়

এই বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ৩০শে অগাস্ট সকাল ১০.৫৮ থেকে। শেষ হবে ৩১শে অগাস্ট সকাল ৭.৫৮ মিনিটে।

Image credits: Getty
Bangla

রাখী পূর্ণিমার তারিখ ও শুভ সময়

রাখী বন্ধনের শুভ সময় ৩০ অগাস্ট সকাল ১০:৫৮ থেকে ৩১ অগাস্ট সকাল ৭:৫৮ পর্যন্ত হবে।

Image credits: Getty
Bangla

রাখী পূর্ণিমার তারিখ ও শুভ সময়

অর্থাৎ ৩০ অগাস্ট রাত ৯:১৫ মিনিট থেকে ৩১ অগাস্ট সকাল ৭:৫৫ মিনিট পর্যন্ত বোনেরা ভাইয়ের হাতে রাখি বাঁধতে পারেন।

Image credits: Getty

দেখে নিন আপনার আগামীকাল বৃহস্পতিবারের রাশিফল

দেখে নিন আপনার আগামীকাল বুধবারের রাশিফল

দেখে নিন আপনার আগামীকাল মঙ্গলবারের রাশিফল

দেখে নিন আপনার আগামীকাল সোমবারের রাশিফল