Horoscope

রাখী বন্ধন উৎসব

ভাই ও বোনের মধ্যে পবিত্র বন্ধন উদযাপনের একটি উৎসব হল রাখীবন্ধন। এবছর রাখী বন্ধন পালিত হবে ২ দিন ধরে। অর্থাৎ, ৩০ এবং ৩১ অগাস্ট পালিত হবে রাখী বন্ধন উৎসব

Image credits: Getty

ঐতিহাসিক চার রাখী বন্ধন

মহারাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণের রক্তাক্ত কাটা হাতে নিজের ওড়নার বেঁধে দেন পাঞ্চাল কন্যা দ্রৌপদী

Image credits: Getty

ঐতিহাসিক চার রাখী বন্ধন

রামায়নে রাম সমস্ত বানর সেনাদের ফুল দিয়ে রাখী বেঁধে ছিলেন

Image credits: Getty

ঐতিহাসিক চার রাখী বন্ধন

সুলতান বাহাদুর শাহ চিতোর আক্রমণ করলে বিধবা রানি কর্ণবতী হুমায়ুনকে একটি রাখী পাঠিয়ে তাঁর সাহায্য প্রার্থনা করেন

Image credits: Getty

ঐতিহাসিক চার রাখী বন্ধন : রাখিবন্ধন ও রবীন্দ্রনাথ

সাম্প্রদায়িকতা মেটাতে রবীন্দ্রনাথ ঠাকুর জাতি ধর্ম নির্বিশেষে রাখী বন্ধন উৎসব প্রচলন করেন, ১৯০৫ সালে বঙ্গভঙ্গের বিরোধিতা করতে রাখীকে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহার করেছিলেন তিনি

Image credits: Getty

ঐতিহাসিক চার রাখী বন্ধন : রাখীবন্ধন ও রবীন্দ্রনাথ

বাংলার মানুষ পরস্পরের হাতে বেঁধে দেবেন হলুদ সুতো বেঁধে পালন করেছিলেন রাখী উৎসব, বাংলার মানুষ পরস্পরের হাতে বেঁধে দেবেন হলুদ সুতো বেঁধে পালন করেছিলেন এই উৎসব

Image credits: Getty

রাখী পূর্ণিমার তারিখ ও শুভ সময়

এই বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ৩০শে অগাস্ট সকাল ১০.৫৮ থেকে। শেষ হবে ৩১শে অগাস্ট সকাল ৭.৫৮ মিনিটে।

Image credits: Getty

রাখী পূর্ণিমার তারিখ ও শুভ সময়

রাখী বন্ধনের শুভ সময় ৩০ অগাস্ট সকাল ১০:৫৮ থেকে ৩১ অগাস্ট সকাল ৭:৫৮ পর্যন্ত হবে।

Image credits: Getty

রাখী পূর্ণিমার তারিখ ও শুভ সময়

অর্থাৎ ৩০ অগাস্ট রাত ৯:১৫ মিনিট থেকে ৩১ অগাস্ট সকাল ৭:৫৫ মিনিট পর্যন্ত বোনেরা ভাইয়ের হাতে রাখি বাঁধতে পারেন।

Image credits: Getty