Bangla

হ্যাকারদের কবল থেকে কীভাবে আধার ও প্যানের তথ্য সুরক্ষিত রাখতে পারবেন?

আধার ও প্যান কার্ডের তথ্য কীভাবে সুরক্ষিত রাখবেন, সেটা জেনে নেওয়া জরুরি। না হলে ব্যক্তিগত তথ্য হ্যাকারদের কবলে চলে যেতে পারে।

Bangla

যে কোনও সরকারি প্রকল্প, ব্যাঙ্কের লেনদেনের ক্ষেত্রে জরুরি প্যান-আধার

ভারতে কোনও সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, আর্থিক লেনদেনের ক্ষেত্রে আধার ও প্যান জরুরি।

Image credits: Freepik
Bangla

হ্যাকারদের কবলে আধার ও প্যানের তথ্য চলে গেলে অপব্যবহারের আশঙ্কা থাকে

আধার ও প্যানের তথ্য সুরক্ষিত রাখা জরুরি। না হলে অপরাধীরা এই তথ্যের অপব্যবহার করতে পারে।

Image credits: freepik
Bangla

প্যান ও আধারের সুরক্ষার বিষয়ে সচেতন থাকা জরুরি, না হলে সমস্যা হতে পারে

শত্রু দেশের সাইবার আক্রমণ এবং তথ্য হাতিয়ে নেওয়ার ক্রমবর্ধমান ঘটনার মধ্যে আমাদের প্যান ও আধার কার্ডের সুরক্ষা নিয়ে সচেতন থাকা অত্যন্ত জরুরি।

Image credits: Social Media
Bangla

কীভাবে আটকাবেন আধার ও প্যান কার্ডের তথ্যের অপব্যবহার? জেনে নিন উপায়

যখন আপনি আপনার প্যান বা আধার কার্ডের ফটোকপি কাউকে জমা দেন, তখন তার উপর সর্বদা সেই কাজের উদ্দেশ্য লিখুন।

Image credits: Social Media
Bangla

সতর্কতা অবলম্বন করলে আধার ও প্যান কার্ডের তথ্য সুরক্ষিত রাখা সম্ভব

উদাহরণস্বরূপ, যদি আপনি সিম কার্ডের জন্য জমা দেন, তাহলে লিখুন “Only for Sim Card” (শুধুমাত্র সিম কার্ডের জন্য)। এতে আপনার প্যান বা আধার কার্ডের অপব্যবহার রোধ হবে।

Image credits: Social Media
Bangla

আধারের বায়োমেট্রিক তথ্য লক করে রাখা উচিত, তাহলে অপব্যবহার করা যাবে না

আপনি আধার কার্ডে বায়োমেট্রিক লক করে রাখতে পারেন। যাতে ওটিপি ছাড়া কেউ এটি ব্যবহার করতে না পারে। এছাড়াও, আধার নম্বর দেওয়ার পরিবর্তে সর্বদা ১৬ সংখ্যার ভার্চুয়াল আইডি শেয়ার করুন।

Image credits: Social Media
Bangla

স্মার্ট ভার্চুয়াল আইডি ব্যবহার করুন, তাহলে আধারের তথ্য সুরক্ষিত থাকবে

আধারের সুরক্ষার জন্য এখন ভার্চুয়াল আইডি ব্যবহার করুন। যাতে আপনার আসল আধার নম্বর প্রকাশ না পায়।

Image credits: Social Media
Bangla

আধারের মতোই প্যান কার্ডের তথ্যও সুরক্ষিত রাখার জন্য ব্যবস্থা নিন

আপনি পরীক্ষা করে দেখতে পারেন যে আপনার অনুমতি ছাড়া কেউ আপনার প্যান কার্ড ব্যবহার করছে কিনা। এর জন্য আপনি ক্রেডিট ব্যুরোর ওয়েবসাইটে গিয়ে প্যানের বিবরণ পরীক্ষা করতে পারেন।

Image credits: freepik

Gold Jewelry Low Price: কম দামে সোনা কিনুন অক্ষয় তৃতীয়ায়

Earning Tips: রবিবারে ফোন ঘেঁটে ঘেঁটে রোজগার করুন টাকা! রইল দারুণ ১০ টিপস

মুদি থেকে গ্যাস, এই ১০ অ্যাপে মাসে বাঁচান ২০০০ টাকা

ফোন পে বা গুগল পে থেকে রোজগার করতে পারেন মোটা টাকা! কীভাবে? জেনে নিন