এই সরকারি শেয়ারে বিনিয়োগে লাভের সম্ভাবনা
Bangla

এই সরকারি শেয়ারে বিনিয়োগে লাভের সম্ভাবনা

মহানগর গ্যাস লিমিটেড শেয়ারে ব্রোকারেজ আশাবাদী
Bangla

মহানগর গ্যাস লিমিটেড শেয়ারে ব্রোকারেজ আশাবাদী

ব্রোকারেজ ফার্ম HDFC Securities তাদের রিপোর্টে MGL শেয়ার কেনার পরামর্শ দিয়েছে। আগামী সময়ে এই শেয়ার থেকে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Image credits: Meta AI
MGL শেয়ারের দাম
Bangla

MGL শেয়ারের দাম

সোমবার, ৬ জানুয়ারি মহানগর গ্যাস লিমিটেডের শেয়ারের ক্লোজিং দাম ছিল ১,২৭৪ টাকা। মঙ্গলবার, দুপুর ২.৩০ টা পর্যন্ত শেয়ার প্রায় ৩% কমে ১,২৩৭.৬০ টাকায় লেনদেন করছে।

Image credits: Freepik@karandaev
বিঃদ্রঃ
Bangla

বিঃদ্রঃ

শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকির আওতাধীন। বিনিয়োগের আগে আপনার বাজার বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Image credits: Freepik@EyeEm

চায়ের দোকানে বিনিয়োগ না করে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি?

২০২৪ সালে যে মিউচুয়াল ফান্ডগুলি থেকে ভালো রিটার্ন পাওয়া যায়নি

নতুন বছরে সিনেমা দেখুন আর টাকা রোজগার করুন, এই শেয়ারটি দেবে দারুণ লাভ

আদানি থেকে টিভিএস মোটর, বিনিয়োগকারীরা মোট সাতটি শেয়ারে দিকে নজর রাখুন