ব্রোকারেজ ফার্ম HDFC Securities তাদের রিপোর্টে MGL শেয়ার কেনার পরামর্শ দিয়েছে। আগামী সময়ে এই শেয়ার থেকে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার, ৬ জানুয়ারি মহানগর গ্যাস লিমিটেডের শেয়ারের ক্লোজিং দাম ছিল ১,২৭৪ টাকা। মঙ্গলবার, দুপুর ২.৩০ টা পর্যন্ত শেয়ার প্রায় ৩% কমে ১,২৩৭.৬০ টাকায় লেনদেন করছে।
শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকির আওতাধীন। বিনিয়োগের আগে আপনার বাজার বিশেষজ্ঞের পরামর্শ নিন।