আয়করের এই নিয়ম বদল নিয়ে অনেকেই এখনও ঠিকমতো অবগত নন, কি করতে হবে, নতুন নিয়মে কি কি থাকছে অথবা সুবিধা বা অসুবিধা গুলি কি ধরনের, এই ওয়েব স্টোরিতে সেগুলোই তুলে ধরা হয়েছে
এর ফলে যাদের বার্ষিক আয় ৭ লক্ষ টাকার মধ্যে, তারা আর আয়করের আওতায় আসবেন না
এর আওতায় যেমন ৭ লক্ষ টাকা আয়ে তোনও আয়কর দিতে হবে না, তেমনি কোনও ব্যক্তি যদি ৭,০০,১০০ টাকা আয় করেন বছরে, তাহলে তাকে ২৫০১০ টাকা আয়কর দিতে হবে
আগে আয়করে ৬ ধরনের কাঠামো ছিল, এবার তা কমিয়ে ৫-এ আনা হয়েছে, আর এই আয়কর কাঠামো ১ এপ্রিল থেকে লাগু হবে
নতুন আয়কর নীতিতে ৫০,০০০ টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যাবে, যা ক্লেমিং এক্সামশন অথবা বিনিয়োগের উপরে ছাড় বলা যেতে পারে
যাদের বার্ষিক আয় ২ কোটি টাকার উপরে তাদের ক্ষেত্রে সারচার্জ ৩৭% থেকে কমিয়ে ২৫% করা হচ্ছে, যা ১ এপ্রিল লাগু হবে।
১ এপ্রিল থেকে ডেবট মিউচুয়াল ফান্ডের আয় শর্ট টার্ম গেন বলে বিবেচিত হবে এবং এর জন্য আয়কর দিতে হবে, এরফলে দীর্ঘ মেয়াদি বিনিয়োগে বিনিয়োগকারীরা উৎসাহ পাবেন ও এতে অর্থনীতির ফায়দা হবে।
১ এপ্রিল থেকে ফিজিক্যাল গোল্ডকে ইলেক্ট্রনিক গোল্ড রিসিপট-এ পরিবর্তন করা যাবে। এর ফলে সেবি-র অধীনস্থ কোনও ভল্ট ম্যানেজার ক্যাপিটাল গেন ট্যাক্স আদায় করতে পারবেন না
যে সব জীবনবিমার প্রিমিয়ার বছরে ৫ লক্ষ টাকার উপরে তার ম্যাচুরিটি-তে টাকা তুললে আয়কর দিতে হবে, যদিও ইউলিপ-কে এর আওতায় রাখা হয়নি
অনলাইন গেমে কেউ আর্থিক পুরষ্কার লাভ করলে তাতে ৩০% কর দিতে হবে, এর অনাদায়ে ১০ হাজার টাকার ফাইন দিতে হবে
আয়কর আইনের ধারার ৫৪ এবং ৫৪ এফ-এর নয়া সংশোধনীতে বসত ভিটেতে পুনবিনিয়োগে দীর্ঘ মেয়াদি ক্যাপিট্যাল গেইন ট্যাক্সের আওতায় সরকার সর্বোচ্চ ১০ কোটি টাকা পর্যন্ত ছাড় দেবে