বর্তমানে তরুণদের চিন্তাভাবনার পরিবর্তন হচ্ছে। নিজের শহরেই ভালো ব্যবসা শুরু করে বিপুল লাভ করছেন। চাকরির চেয়ে ব্যবসাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন।
Business News Nov 04 2025
Author: Deblina Dey Image Credits:FREEPIK
Bangla
কম বিনিয়োগে ব্যবসা
বিশেষ করে কম বিনিয়োগে ভালো মুনাফা অর্জনই তাদের লক্ষ্য। ফ্রেঞ্চ ফ্রাই এমনই একটি সেরা ব্যবসা।
Image credits: Getty
Bangla
ব্যবসার জন্য কী কী প্রয়োজন?
ফ্রেঞ্চ ফ্রাইয়ের স্টল বসিয়ে ভালো লাভ করা যায়। ছোট শহরেও এই ব্যবসা শুরু করা যেতে পারে।
Image credits: Pinterest
Bangla
কত বিনিয়োগ করতে হবে?
এই ব্যবসার জন্য একটি স্টল, ফ্রেঞ্চ ফ্রাই তৈরির মেশিন, পটেটো ফিঙ্গার চিপস, চাট মসলা, তেলের মতো কাঁচামাল প্রয়োজন। সব মিলিয়ে ২০ থেকে ৩০ হাজার টাকায় এই ব্যবসা শুরু করা যেতে পারে।
Image credits: freepik
Bangla
কীভাবে তৈরি করবেন?
বাজারে ২.৫ কেজি পটেটো ফিঙ্গার চিপসের প্যাকেটের দাম ২৭০ থেকে ৩০০ টাকার মধ্যে। রেডিমেড এই চিপস তেলে ভেজে, প্যাকিং করে বিক্রি করলেই হবে।
Image credits: freepik
Bangla
কত লাভ হতে পারে?
এক কাপ ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে খরচ হয় ২০ টাকা। একটি প্যাকেট ৫০ টাকায় বিক্রি করলে ৩০ টাকা লাভ থাকে। দিনে ৫০টি প্যাকেট বিক্রি করলেও ১৫০০ টাকা লাভ নিশ্চিত।