কিছু টমেটো ভালো করে বেটে নিয়ে পিউরি করে নিন। এর সাথে এক চামচ ওটস এবং দই মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন।
এই মিশ্রণটি মুখ এবং ঘাড়ের কালো জায়গায় লাগিয়ে ২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
টমেটো বেটে রস বের করে নিন। এর সাথে কিছুটা লেবুর রস এবং তিন চামচ চন্দন মিশিয়ে নিন।
টমেটো ও চন্দনের পেস্ট মুখ এবং ঘাড়ে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
টমেটো বেটে ৫০ মিলি দুধ মিশিয়ে মুখে লাগিয়ে ৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
টমেটোর রস এবং লেবুর রস মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
Cheapest Petrol: বিশ্বের কোথায় সর্বনিম্ন দামে পেট্রোল পাওয়া যায়?
LIC: বাড়ল মুনাফা, প্রতি শেয়ারে ১২ টাকা ডিভিডেন্ড ঘোষণা এলআইসি-র
Bank Holidays: জুন মাসে টানা ১২দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এক ঝলকে দেখুন ছুটির তালিকা
সেরা ১০ লাভজনক শেয়ার! বাজারে পতন হলেও এই ১০ স্টক মালামাল করছে