ভারতে বেসরকারি ক্ষেত্রের কর্মীদের ঠিক কত ঘণ্টা কাজ করা উচিত, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। একাধিক শিল্পপতি এই বিতর্ক উস্কে দিয়েছেন।
কলম্বিয়ায় কর্মীদের প্রতি বছরে ২,৪০৫ ঘণ্টা কাজ করতে হয়। এই হিসেবে প্রতি বছরে ৩৬৫ দিনের মধ্যে ১০০ দিনই তাঁরা কর্মক্ষেত্রে কাটান।
মেক্সিকোতে কর্মীদের প্রতি বছর ২,২২৬ ঘণ্টা কাজ করতে হয়। ফলে এই দেশের কর্মীদেরও সমস্যায় পড়তে হয়।
কোস্টারিকায় কর্মীদের প্রতি বছর গড়ে ২,১৪৯ ঘণ্টা কাজ করতে হয়। ফলে এই দেশের কর্মীরাও বিশেষ স্বস্তিতে থাকতে পারেন না।
লাতিন আমেরিকার দেশ চিলিতে কর্মীদের প্রতি বছর ১,৯৬২ ঘণ্টা কাজ করতে হয়। ফলে এই দেশেও শ্রম আইন নিয়ে প্রশ্ন রয়েছে।
দক্ষিণ কোরিয়ায় কর্মীদের প্রতি বছর গড়ে ১,৯০১ ঘণ্টা কাজ করতে হয়। ফলে এশিয়ার এই দেশেও কর্মীদের সমস্যা রয়েছে।
ইজরায়েলের কর্মীরা প্রতি বছর গড়ে ১,৮৯১ ঘণ্টা কাজ করতে বাধ্য হন। ফলে দীর্ঘক্ষণ তাঁদের কর্মক্ষেত্রে কাটাতে হয়।
গ্রিসের কর্মীদের সারা বছর গড়ে ১,৮৮৬ ঘণ্টা কাজ করতে হয়। এই দেশ বেশ কিছুদিন ধরেই আর্থিকভাবে পিছিয়ে। ফলে অনেক সমস্যা রয়েছে।
ইউরোপের দেশ মাল্টায় প্রতি বছর কর্মীদের গড়ে ১,৮৮১ ঘণ্টা কাজ করতে হয়।
রাশিয়ায় কর্মীদের প্রতি বছর গড়ে ১,৮৭৪ ঘণ্টা কাজ করতে হয়। ফলে এই দেশের কর্মীরাও খুব একটা স্বস্তিতে নেই।
সাইপ্রাসের কর্মীদের প্রতি বছর গড়ে ১,৮৩৭ ঘণ্টা কাজ করতে হয়। ফলে ইউরোপের এই দেশের কর্মীরাও দীর্ঘক্ষণ কর্মক্ষেত্রে কাটাতে বাধ্য হন।
ভারতে বেসরকারি ক্ষেত্রে কর্মীদের প্রতি বছর গড়ে ১,৬৬০ ঘণ্টা করে কাজ করতে হয়। এই তথ্য জানিয়েছে Organization for Economic Cooperation and Development।