Bangla

Zomato vs Swiggy Share : ভবিষ্যতের সুপারহিট স্টক কে হবে?

Bangla

জোম্যাটো এবং সুইগি শেয়ারে পতন

শেয়ার বাজারে দ্রুত সময়ের মধ্যে, খাদ্য সরবরাহের দুই দিগ্গজ জোম্যাটো এবং সুইগির শেয়ার মূল্যে ধ্বস দেখা যাচ্ছে। এই দুটি স্টক নিয়েই তিনটি আলাদা ব্রোকারেজ সংস্থা আশাবাদী।

Image credits: Freepik
Bangla

জোম্যাটো এবং সুইগি শেয়ারে পতনের সম্ভাবনা

ব্রোকারেজ সংস্থা CLSA, JP Morgan, এবং Bernstein এই দুটি স্টকের উপর তাদের রিপোর্ট প্রকাশ করেছে। যাতে উভয়েরই বৃদ্ধির সম্ভাবনা এবং লাভজনকতার ইতিবাচক ইঙ্গিত রয়েছে।

Image credits: Freepik
Bangla

জোম্যাটো শেয়ারের লক্ষ্যমাত্রা

ব্রোকারেজ সংস্থা CLSA জোম্যাটোর শেয়ারে কেনার পরামর্শ দিয়েছে। যেকোনো ধরনের বিনিয়োগের আগে আপনার বাজার বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Image credits: X Twitter
Bangla

বিঃদ্রঃ

এই শেয়ারের লক্ষ্যমাত্রা ৩৭০ টাকা থেকে বাড়িয়ে ৪০০ টাকা করা হয়েছে। JP Morgan ৩৪০ টাকা এবং Bernstein ৩৩৫ টাকার লক্ষ্যমাত্রা দিয়েছে।

Image credits: freepik@pvproductions

২০,০০০ টাকা বেতনে এখন ৫ লাখ টাকা পেতে কি ঋণের জটিলতা?

চলতি ২০২৫ সালে আপনার বেতন ঠিক কতটা বাড়তে পারে? জেনে নিন বিশদে

বাজেটের আগে ৪টি প্রতিরক্ষা শেয়ারে বিনিয়োগ করুন, মিলত পারে লাভ

১০০ টাকার কম দামের ৩ শেয়ারে বিনিয়োগ করুন, সোমবারই মিলবে মোটা লাভ