এই দেশে সবার জন্য বিনামূল্যে পড়াশোনা ব্যবস্থা রয়েছে, কোনও ফি নেই
জার্মানি বিশ্বের অল্প কয়েকটি দেশের মধ্যে একটি যেখানে সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়। এই কারণে বিদেশ থেকে অনেকেই জার্মানিতে যান।
Education Apr 27 2025
Author: Soumya Gangully Image Credits:social media
Bangla
জার্মানিতে বিদেশি পড়ুয়ারাও টিউশন ফি ছাড়াই পড়াশোনা করার সুযোগ পান
বিশেষ বিষয় হল, এখানে বিদেশি শিক্ষার্থীরাও টিউশন ফি ছাড়াই পড়াশোনা করতে পারেন। এই কারণে অনেকেই জার্মানিতে যান।
Image credits: social media
Bangla
জার্মানিতে বিনামূল্যে পড়াশোনা করার সুযোগ পাওয়ার জন্য কিছু শর্ত আছে
জার্মানিতে বিনামূল্যে পড়াশোনা করার সুযোগ পেতে আগে সেখানে বসবাসের অনুমতি পেতে হবে। তারপর পড়াশোনা করা যাবে।
Image credits: social media
Bangla
জার্মানিতে ৪০০ সরকারি বিশ্ববিদ্যালয় আছে, সব জায়গাতেই একই নিয়ম চালু
জার্মানিতে প্রায় ৪০০টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। যেখানে ২০০০টিরও বেশি কোর্স রয়েছে। সেখানে সবাই পড়াশোনা করার সুযোগ পেতে পারেন।
Image credits: social media
Bangla
জার্মানিতে পড়াশোনার অনেক সুযোগ রয়েছে, নানা কোর্সে ভর্তি হওয়া যায়
জার্মানিতে বিভিন্ন বিষয়ে নানা কোর্স রয়েছে। এই কারণেই বিভিন্ন দেশের পড়ুয়ারা জার্মানিতে পড়তে যাওয়ার চেষ্টা করেন।