Bangla

সত্যম কুমার- আশ্চার্য প্রতিভা

মাত্র ১২ বছরেই জয়েন্ট এন্ট্রান্সের মত কঠিন প্রতিযোগিতায় পাশ করেন। ২৪ বছরেই অর্জন করেন পিএইচডি ডিগ্রি।

Bangla

দুবার জয়েন্ট উত্তীর্ণ

পরপর দুইবার জয়েন্ট পরীক্ষায় বসেন। দুইবারই পাশ করেন। প্রথমবার ১২ বছর বয়সে পরীক্ষায় বসেন। সেই সময় তাঁর ব়্যাঙ্ক হয়েছিল ৮১৩৭।

Image credits: social media
Bangla

IIT-JEE তে AIR ৬৭০

প্রথমবারের ব়্যাঙ্কিং পছন্দ হয়নি। সত্যম কুমারের। তাই দ্বিতীয়বার পরীক্ষায় বসার সিদ্ধান্ত। দ্বিতীয়বার ১৩ বছর বয়সে তাঁর IIT-JEE তে AIR ৬৭০ ব়্যাঙ্ক হয়।

Image credits: social media
Bangla

কৃষক পরিবারের সন্তান

সত্যম কুমারের জন্ম বিহারের কৃষক পরিবারে। কষ্টের মধ্যেই বেড়ে ওঠা। দ্বিতীয়বারের পরীক্ষার জন্য কোটা থেকে প্রশিক্ষণ নেন সত্যম।

Image credits: social media
Bangla

কানপুর আইআইটি-র ছাত্র সত্যম

২০১৮ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তার বিটেক-মেটেক ডাবল ডিগ্রি অর্জন করেছিলেন।

Image credits: social media
Bangla

২৪ বছরেই পিএইচডি

২০২৪ সালে ২৪ বছর বয়সে পিএইচডি ডিগ্রি পাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করছেন সত্যম কুমার।

Image credits: social media
Bangla

অ্যাপলের কর্মী

লিঙ্কডেন প্রোফাইল অনুযায়ী সত্যম কুমার অ্যাপলএকজন মেশিন লার্নিং ইর্ন্টান হিসেবে কাজ করছেন।

Image credits: social media
Bangla

স্বপ্নের উত্থান

বিহারের একটি ছোট্ট কৃষক পরিবারের সন্তান থেকে অ্যাপল-এর ইর্ন্টান হিসেবে যোগদান করা পর্যন্ত এক স্বপ্নের পথে যাত্রা করেছেন সত্যম কুমার। তাঁর সঙ্গী ছিল কঠোর অধ্যায়ন আর পরিশ্রম।

Image credits: social media

চাকরি-পরবর্তী জীবনে যদি পেনশনের সম্ভাবনা না থাকলে কীভাবে টাকা জমাবেন?