Education

সত্যম কুমার- আশ্চার্য প্রতিভা

মাত্র ১২ বছরেই জয়েন্ট এন্ট্রান্সের মত কঠিন প্রতিযোগিতায় পাশ করেন। ২৪ বছরেই অর্জন করেন পিএইচডি ডিগ্রি।

Image credits: social media

দুবার জয়েন্ট উত্তীর্ণ

পরপর দুইবার জয়েন্ট পরীক্ষায় বসেন। দুইবারই পাশ করেন। প্রথমবার ১২ বছর বয়সে পরীক্ষায় বসেন। সেই সময় তাঁর ব়্যাঙ্ক হয়েছিল ৮১৩৭।

Image credits: social media

IIT-JEE তে AIR ৬৭০

প্রথমবারের ব়্যাঙ্কিং পছন্দ হয়নি। সত্যম কুমারের। তাই দ্বিতীয়বার পরীক্ষায় বসার সিদ্ধান্ত। দ্বিতীয়বার ১৩ বছর বয়সে তাঁর IIT-JEE তে AIR ৬৭০ ব়্যাঙ্ক হয়।

Image credits: social media

কৃষক পরিবারের সন্তান

সত্যম কুমারের জন্ম বিহারের কৃষক পরিবারে। কষ্টের মধ্যেই বেড়ে ওঠা। দ্বিতীয়বারের পরীক্ষার জন্য কোটা থেকে প্রশিক্ষণ নেন সত্যম।

Image credits: social media

কানপুর আইআইটি-র ছাত্র সত্যম

২০১৮ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তার বিটেক-মেটেক ডাবল ডিগ্রি অর্জন করেছিলেন।

Image credits: social media

২৪ বছরেই পিএইচডি

২০২৪ সালে ২৪ বছর বয়সে পিএইচডি ডিগ্রি পাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করছেন সত্যম কুমার।

Image credits: social media

অ্যাপলের কর্মী

লিঙ্কডেন প্রোফাইল অনুযায়ী সত্যম কুমার অ্যাপলএকজন মেশিন লার্নিং ইর্ন্টান হিসেবে কাজ করছেন।

Image credits: social media

স্বপ্নের উত্থান

বিহারের একটি ছোট্ট কৃষক পরিবারের সন্তান থেকে অ্যাপল-এর ইর্ন্টান হিসেবে যোগদান করা পর্যন্ত এক স্বপ্নের পথে যাত্রা করেছেন সত্যম কুমার। তাঁর সঙ্গী ছিল কঠোর অধ্যায়ন আর পরিশ্রম।

Image credits: social media