৬০-এর গোড়ায় কি তৃতীয় বিয়ে করবেন আমির? 'GF'-কে পরিবারের সাথে দেখা করালেন!
৬০ বছর বয়সে পা দিতে চলেছেন আমির খান, আবার বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন। অন্তত সাম্প্রতিক মিডিয়া রিপোর্ট তাই ইঙ্গিত করছে।
ফিল্মফেয়ারের এক প্রতিবেদন অনুসারে, আমির খান আবার সম্পর্কে রয়েছেন। এই সম্পর্ক এতটাই গাঢ় যে আমির তাঁর পরিবারের সদস্যদের সাথে মেয়েটির দেখা করিয়ে দিয়েছেন।
প্রতিবেদনে সূত্রের খবর আমির যে মেয়েটিকে ডেট করছেন, তিনি ব্যাঙ্গালোরের বাসিন্দা। যদিও মেয়েটির নাম বা অন্যান্য বিবরণ প্রকাশ করা হয়নি।
জানা যাচ্ছে, আমিরের পরিবারের সাথে তাঁর নতুন GF-এর দেখা বেশ ভালোই হয়েছে। মনে করা হচ্ছে, শীঘ্রই এই মেয়েটির ঝলক সকলের সামনে আসতে পারে।
গত কয়েকদিন ধরে আমির ছেলে জুনায়েদের নতুন সিনেমা 'লাভ্যাপা'-র প্রচারে ব্যস্ত। এই সময় তিনি সন্তান জুনায়েদ, আইরার সাথে তাঁর সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলতে দেখা যাচ্ছে।
আমির খানের প্রথম বিয়ে হয়েছিল রীনা দত্তের সাথে, যাঁদের দুই সন্তান জুনায়েদ এবং আইরা। তাঁর দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সাথে ছেলে আজাদ। আমিরের দুটি বিয়েই ডিভোর্স হয়ে গিয়েছে।