ঐশ্বর্য রাই বচ্চনের ৮ টি মোটিভেশনাল উক্তি জেনে নিন
ঐশ্বর্য রাই বচ্চনের মত, ‘আমি সেই কাজই হাতে নিই যেখানে নিজের ১০০ শতাংশ দিতে পারি। মনের কাজ করলে আপনি সেরাটা দিতে পারবেন।’
ঐশ্বর্য বলেন, ‘আমি বিশ্বাস করি আমি একজন সাধারণ মহিলা যাকে জীবনে stress, tension সবকিছুই সহ্য করতে হয়। এটাই জীবন।’
ঐশ্বর্য বলেন, আমি সবসময় জানতাম যে আমি সফল হব। তাই এতে অবাক হওয়ার কিছু নেই।
ঐশ্বর্য বলেন, আমি আমার জীবনে সবসময় আমার অগ্রাধিকার এবং প্রতিশ্রুতিকে প্রাধান্য দিয়েছি। বিয়ে হোক, মা হওয়া হোক বা অভিনয়।
ওজন যেকোনো সময় বাড়তে পারে। তাতে কারো ব্যক্তিত্ব নির্ধারিত হয় না। আমি সবসময় বলি, আপনার বাহ্যিক চেহারা বলে না আপনি কী।
জীবন বাস্তবতা থেকে পালানোর নাম নয়। জীবনে উত্থান-পতন আসবেই। তার মুখোমুখি হতে হবে।
ঐশ্বর্য বলেন, আমি তাদের মধ্যে নই যারা ছাদে উঠে নিজের achievement গুনে বেড়ায়।
এত বছরের জীবনে আমি যেমন ছিলাম তেমনই আছি। বাইরে এবং ভিতরে আমার ব্যক্তিত্ব একই রকম।
সারা-ইব্রাহিমের রাজকীয় পোশাক, চাইলে অনুষ্ঠানে পরতে পরেন আপনিও
Anushka Sharma B'day: জন্মদিনে কী করছেন অনুস্কা? দেখুন ছবিতে
Anushka Sharma Birthday: অনুষ্কার এই ছবিগুলি সবচেয়ে সফল, দেখুন তালিকা
গরমে আলিয়ার মতো স্টাইলিশ লাগবে ৮টি ছিমছাম পোশাক