পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের নিয়ে হোলি খেললেন আম্বানি পরিবারের সদস্যরা।
হোলির দিনও নজর কাড়লেন ইশা আম্বানি
জামাই আনন্দ পরিবার ছিলেন হোলির উৎসবে। তাঁকে নিয়ে মেতে ওঠেন দুই শ্যালক
নামেদের সঙ্গে সামঞ্জস্য রেখেই হোলির উৎসব পালন করা হয় আম্বানিদের বাড়িতে।
হোলির অনুষ্ঠান শুরু হয় কৃষ্ণ ভগবানের সঙ্গে ফুল দিয়ে হোলি খেলার মধ্যে দিয়ে। ফুলের পরই রঙে হাত দেন আম্বানিরা।
ফুলের হোলিতে মেতে ওঠেন পরিবারের সব সদস্যরা।
হোলির উৎসব আম্বানিদের বাড়িতে ভিড় ছিল সেলিব্রিটিদেরও।
আম্বানি ফ্যামিলির হোলিতে প্রিয়াঙ্কা চোপড়া তার স্বামী নিক ও ক্যাটরিনার সঙ্গে।
আম্বানি পরিবারের হোলিতে যখন প্রিয়াঙ্কা ও তার স্বামীকে রঙে রাঙানো দেখা গেল।