২০২৫-এর এপ্রিলে আসছে একাধিক ছবি, দেখে নিন কী কী
সানি দেওল এবং রণদীপ হুডার প্রতীক্ষিত মুভি জাট ১০ এপ্রিল সিনেমা হলে মুক্তি পাওয়ার জন্য প্রস্তুত। গদর ২-এর পর দর্শকরা এই সিনেমার জন্য অপেক্ষা করছেন।
প্রতীক গান্ধী এবং পত্রলেখার ফুলে মুভি ১১ এপ্রিল সিনেমা হলে মুক্তি পাওয়ার জন্য প্রস্তুত। এই সিনেমাটি অস্পৃশ্যদের বিরুদ্ধে আন্দোলনকারী গল্প এতে।
অক্ষয় কুমারের সিনেমা কেশরী ২-ও ১৮ এপ্রিল বড় পর্দায় মুক্তি পাবে। এতে জালিয়ানওয়ালাবাগের ঘটনা এবং তার পরবর্তী আইনি লড়াইকে তুলে ধরা হয়েছে।
সঞ্জয় দত্তকে এইবার একটি অন্যরকম মুডে দেখা যাবে। ভূতনি টাইটেল-এর এই সিনেমাটি ১৮ এপ্রিল সিনেমা হলে মুক্তি পাওয়ার জন্য প্রস্তুত।
সালমান খানের (Salman Khan) মোস্ট অ্যাওয়েটেড মুভি সিকান্দার (Sikandar) ঈদ অর্থাৎ ৩০ মার্চ সারা দেশের সিনেমা হলে মুক্তি পাচ্ছে।