Bangla

কালো পোশাকে মোহময়ী হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী টিনা দত্ত

টিনা দত্ত কালো পোশাক পরতে ভালোবাসেন। তাঁকে প্রায়ই নানা ধরনের কালো পোশাকে দেখা যায়।

Bangla

ওয়েস্টার্ন থেকে এথনিক, সব ধরনের পোশাকেই দিব্যি মানিয়ে যান টিনা দত্ত

ফুলের সাজে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন টিনা দত্ত। তাঁর অনুরাগীদের পছন্দ হয়েছে এই ছবি।

Image credits: Instagram
Bangla

৫ বছর বয়স থেকে ছোটপর্দায় ধারাবাহিকে অভিনয় করছেন কলকাতার মেয়ে টিনা দত্ত

৫ বছর বয়সে 'সিস্টার নিবেদিতা' ধারাবাহিকে অভিনয় করেন টিনা দত্ত। শিশু অভিনেত্রী হিসেবে তিনি বাংলা ছবি 'পিতা মাতা সন্তান'-এ অভিনয় করেন টিনা।

Image credits: Instagram
Bangla

শিশু অভিনেত্রী হিসেবে একাধিক বাংলা ছবিতে অভিনয়ের সুযোগ পান টিনা দত্ত

'দশ নম্বর বাড়ি', ‘সাগরকন্যা’-র মতো ছবিতে অভিনয় করেন তৎকালীন শিশু অভিনেত্রী টিনা দত্ত।

Image credits: Instagram
Bangla

প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের ছবিতেও অভিনয় করার সুযোগ পান টিনা দত্ত

ঋতুপর্ণ ঘোষের ছবি 'চোখের বালি'-তে অভিনয় করেন টিনা দত্ত। এই ছবিতে অভিনয় করেন ঐশ্বর্য রাই বচ্চন।

Image credits: Instagram
Bangla

হিন্দি ধারাবাহিকের আগে বলিউডের ছবিতেও অভিনয়ের সুযোগ পেয়েছেন টিনা দত্ত

সইফ আলি খান, বিদ্যা বালনের সঙ্গে 'পরিণীতা' ছবিতে অভিনয় করেন টিনা দত্ত।

Image credits: Instagram
Bangla

২০০৮ সালে জনপ্রিয় বাংলা ধারাবাহিক 'দুর্গা'-য় অভিনয় করেন টিনা দত্ত

একসময় অত্যন্ত জনপ্রিয় হয়েছিল বাংলা ধারাবাহিক 'দুর্গা'। এই ধারাবাহিকে কুমকুম রায়চৌধুরীর চরিত্রে দেখা যায় টিনা দত্তকে।

Image credits: Instagram
Bangla

২০০৯ সাল থেকে হিন্দি ধারাবাহিক 'উত্তরণ'-এ অভিনয় শুরু করেন টিনা দত্ত

১৫ বছর আগে প্রবল জনপ্রিয় হয় হিন্দি ধারাবাহিক 'উত্তরণ'। এই ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন টিনা দত্ত।

Image credits: Instagram
Bangla

'বিগ বস ১৬'-এ ১১৯ দিন কাটানোর পর ছিটকে যান জনপ্রিয় অভিনেত্রী টিনা দত্ত

'বিগ বস ১৬'-এ ৮ নম্বর স্থান অর্জন করেন টিনা দত্ত। তবে তিনি এই শোয়ে দ্বিতীয় সর্বাধিক পারিশ্রমিক পাওয়া প্রতিযোগী ছিলেন।

Image credits: Instagram
Bangla

এ বছরের এপ্রিল থেকে নতুন একটি হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন টিনা দত্ত

সোনি টিভিতে সম্প্রচারিত ধারাবাহিক ‘হম রহে না রহে হম’-এ অভিনয় করছেন টিনা দত্ত।

Image credits: Instagram

Must Watch তালিকায় অবশ্যই দেখুন আয়ুষ্মান খুরানা অভিনীত এই কয়টি হিট ছবি

দক্ষিণের এই সকল ছবি অল্প দিনেই পা রেখেছে ৫০০ কোটির ঘরে, রইল তালিকা

দেখে নিন সোনম কাপুরের বাড়ির অন্দর মহলটি কেমন, রইল ছবি

শাহরুখ থেকে নিরাজ কুমার- চাঁদে জমি আছে এই ১০ ব্যক্তির, দেখে নিন তালিকা