Bangla

আমি মায়ের হত্যাকারিণী

এক সাক্ষাৎকারে ববি ডার্লিং নিজেকে মায়ের মৃত্যুর জন্য দায়ী করেছেন। তিনি নিজেকে হত্যাকারিণী বলে মায়ের স্মৃতি শেয়ার করেছেন। পড়ুন ববি ডার্লিং কী বলেছেন...

Bangla

যখন ভেঙেছিল ববি ডার্লিং-এর মায়ের হৃদয়

সিদ্ধার্থ কাননের সঙ্গে কথোপকথনে ববি জানান, তাঁর মা তাঁকে খুব ভালোবাসতেন। ১৯৮৮ সালে যখন তিনি মায়ের বিয়ের গয়না চুরি করে দিল্লির বাড়ি থেকে পালিয়ে যান, তখন তাঁর মায়ের মন ভেঙে যায়।

Image credits: Facebook
Bangla

জানতেন না কিভাবে গয়না বিক্রি করতে হয়

ববি জানান, তিনি তখন অনেক ছোট ছিলেন। জানতেন না কিভাবে গয়না বিক্রি করতে হয়। তিনি সোনারের কাছে গিয়েছিলেন। সে গয়না নিয়ে তাৎক্ষণিকভাবে ভাটিতে ফেলে দেয়। তাঁকে ভাবারও সময় দেয়নি।

Image credits: Facebook
Bangla

এই সব ছবিতে কাজ করেছেন ববি ডার্লিং

ববি ডার্লিং 'ক্যা কুল হ্যায় হাম', 'আপনা সপনা মানি মানি' এবং 'সুপার মডেল'-এর মতো বলিউড ছবির পাশাপাশি বেশ কিছু টিভি শো এবং দক্ষিণ ভারতীয় ছবিতেও কাজ করেছেন।

Image credits: Facebook

বলিউড ছেড়ে ৮৫০০ কোটি টাকা ১ বছরে সংগ্রহ বিবেক ওবেরয়ের

রইল ‘সিতারে জমিন পর’ এর ৬ষ্ঠ দিনের বক্স অফিস কালেকশনের হদিশ

TRP Report : কোন শো সেরা, কে কাকে দিল টেক্কা? দেখে নিন

আলিয়ার মাল্টিকালার লেহেঙ্গা লুক মুহূর্তে হল ভাইরাল, রইল ছবি