Bangla

কালো রঙের পোশাক

কান চলচ্চিত্র উৎসবে বলিউড অভিনেত্রীদের কালো পোশাকে ঝলক
Bangla

ঐশ্বর্য রাই বচ্চন

কানে শাড়ির পর ঐশ্বর্য রাই পাশ্চাত্য পোশাকে তার সৌন্দর্য প্রদর্শন করলেন। প্রাক্তন বিশ্বসুন্দরী কালো রঙের ঝিলিমিলি গাউন পরেছিলেন। উপরে তিনি সাদা কেপ পরেছিলেন। 

Image credits: Getty
Bangla

কালো রঙের পোশাকে ঐশ্বর্য

কালো গাউনের সাজ সম্পূর্ণ করার জন্য ঐশ্বর্য সবসময়ের মতো লাল লিপস্টিক লাগিয়েছিলেন। কানের দুল এবং হীরার আংটি দিয়ে সাজ সম্পূর্ণ করেছিলেন।এমন পোশাক ককটেল পার্টির জন্য বেছে নিন।

Image credits: Getty
Bangla

অদিতি রাও হায়দরি

অদিতি রাও হায়দারি ডুয়েল শেডস কালো গাউন পরেছিলেন। ব্যাক কাট গাউনে তিনি অসাধারণ দেখাচ্ছিলেন। 

Image credits: instagram
Bangla

জাহ্নবী কাপুর

জাহ্নবী কানের অনুষ্ঠানে আরও একটি কালো গাউন পরেছিলেন, যা ব্যাকলেস ছিল। ফুল নেকলাইনের এই গাউনে অভিনেত্রী দেখতে অসাধারণ লাগছিল।

Image credits: instagram
Bangla

মৌনি রায়

কালো রঙের অফ শোল্ডার ড্রেসে নজর কেড়েছেন মৌনী। 

Image credits: instagram
Bangla

জাহ্নবী

আরও একটি কালো পোশাকে দেখা যায় জাহ্নবীকে। যার সঙ্গে পরেছিলেন কালো হ্যাট

Image credits: instagram

রইল বলিউড স্টার কিডদের সম্পদের তালিকা, দেখে নিন কে সবচেয়ে ধনী?

ঋত্বিক অভিনীত এই ৫টি ছবি জমিয়ে ব্যবসা করেছে বক্স অফিসে, জেনে নিন কী কী

Cannes Film Festival: হাতে তোতা নিয়ে হাজির উর্বশী, রইল ছবি

Balaথেকে Lost: রইল ইয়ামি গৌতমের ৭টি আইকনিক লুক