Bangla

শ্রীদেবীর মৃত্যুর প্রকৃত কারণ:

২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি মৃত্যু হয়েছিল ভারতের প্রথিতযশা অভিনেত্রী শ্রীদেবীর। বাথরুমের ভিতর বাথটবের মধ্যে ডুবে গিয়ে অকালমৃত্যু হয়েছিল তাঁর। মৃত্যুর নেপথ্যে জড়িয়ে ছিল ভক্তদের সন্দেহ।

Bangla

শ্রীদেবীর মৃত্যুর প্রকৃত কারণ:

অভিনেত্রীর মৃত্যুর পিছনে তাঁর স্বামী বনি কাপুরকেই দায়ী করেছিলেন অনেকে। এই বিষয়ে কখনওই প্রকাশ্যে কিছু বলেননি বনি কাপুর। এবার প্রথমবার শ্রীদেবীর মৃত্যুর কারণ নিয়ে মুখ খুললেন তিনি।

Image credits: instagram
Bangla

শ্রীদেবীর মৃত্যুর প্রকৃত কারণ:

বনি কাপুর জানিয়েছেন, শ্রীদেবী ক্যামেরার সামনে নিজেকে সুন্দর দেখাতে পারা নিয়ে ভীষণ সচেতন ছিলেন। রোগা হওয়ার জন্য প্রচণ্ড চেষ্টা করতেন বলে তিনি একেবারেই খাবার খেতে চাইতেন না।

Image credits: instagram
Bangla

শ্রীদেবীর মৃত্যুর প্রকৃত কারণ:

কঠোর ডায়েটের কারণে প্রায়শই তাঁর রক্তচাপ একেবারে কমে যেত এবং তিনি পড়ে যেতেন। এভাবেই পড়ে গিয়ে একবার তাঁর দাঁত ভেঙে গিয়েছিল।  

Image credits: instagram
Bangla

শ্রীদেবীর মৃত্যুর প্রকৃত কারণ:

দুবাইতে বাথটবের মধ্যে ডুবে মৃত্যুর কারণ হতে পারে খাবার না-খাওয়ার কারণে শ্রীদেবীর বারংবার হওয়া ব্ল্যাক আউটের সমস্যাই। গোয়েন্দাদের দীর্ঘ প্রশ্নের সামনেও এমনই জবাব দিয়েছেন বনি কাপুর। 

Image credits: instagram
Bangla

শ্রীদেবীর মৃত্যুর প্রকৃত কারণ:

প্রচণ্ড খিদে পেলেও রোগা থাকতে চাওয়ার জন্য খাবার খেতেন না শ্রীদেবী। সেই অভুক্ত থাকাই ধীরে ধীরে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দিল। 

Image credits: instagram
Bangla

শ্রীদেবীর মৃত্যুর প্রকৃত কারণ:

তাঁর মৃত্যুর পর প্রায় ২৪ থেকে ৪৮ ঘন্টা ধরে গোয়েন্দারা টানা জিজ্ঞাসাবাদ করেছিলেন বনি কাপুরকে। গোয়েন্দারা এও জানিয়েছিলেন যে, শ্রীদেবীর মৃত্যুর প্রকৃত কারণ জানা নিয়ে মিডিয়ার চাপ রয়েছে

Image credits: instagram
Bangla

শ্রীদেবীর মৃত্যুর প্রকৃত কারণ:

কিন্তু, প্রকাশ্যে কোনও দিনই মুখ খোলেননি বনি কাপুর। তাঁর ওপর শ্রীদেবীর মৃত্যুর দোষ চাপানোর প্রায় ৫ বছর পর এই বিষয়ে প্রকাশ্যে কথা বললেন তিনি।

Image credits: instagram

বিয়ের পর অভিনয় জগত থেকে বিদায় নিয়েছিলেন এই সকল নায়িকা, রইল তালিকা

Gandhi Jayanti:গান্ধীর চরিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছিলেন যে সকল তারকা

দেখে নিন 'টাইগার ৩' ছবির জন্য কোন তারকা কত পারিশ্রমিক নিলেন

ছবির বিপুল আয় গড়ল রেকর্ড, ১০০০ কোটির গণ্ডি পার করল জওয়ান