২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি মৃত্যু হয়েছিল ভারতের প্রথিতযশা অভিনেত্রী শ্রীদেবীর। বাথরুমের ভিতর বাথটবের মধ্যে ডুবে গিয়ে অকালমৃত্যু হয়েছিল তাঁর। মৃত্যুর নেপথ্যে জড়িয়ে ছিল ভক্তদের সন্দেহ।
Bollywood Oct 03 2023
Author: Sahely Sen Image Credits:instagram
Bangla
শ্রীদেবীর মৃত্যুর প্রকৃত কারণ:
অভিনেত্রীর মৃত্যুর পিছনে তাঁর স্বামী বনি কাপুরকেই দায়ী করেছিলেন অনেকে। এই বিষয়ে কখনওই প্রকাশ্যে কিছু বলেননি বনি কাপুর। এবার প্রথমবার শ্রীদেবীর মৃত্যুর কারণ নিয়ে মুখ খুললেন তিনি।
Image credits: instagram
Bangla
শ্রীদেবীর মৃত্যুর প্রকৃত কারণ:
বনি কাপুর জানিয়েছেন, শ্রীদেবী ক্যামেরার সামনে নিজেকে সুন্দর দেখাতে পারা নিয়ে ভীষণ সচেতন ছিলেন। রোগা হওয়ার জন্য প্রচণ্ড চেষ্টা করতেন বলে তিনি একেবারেই খাবার খেতে চাইতেন না।
Image credits: instagram
Bangla
শ্রীদেবীর মৃত্যুর প্রকৃত কারণ:
কঠোর ডায়েটের কারণে প্রায়শই তাঁর রক্তচাপ একেবারে কমে যেত এবং তিনি পড়ে যেতেন। এভাবেই পড়ে গিয়ে একবার তাঁর দাঁত ভেঙে গিয়েছিল।
Image credits: instagram
Bangla
শ্রীদেবীর মৃত্যুর প্রকৃত কারণ:
দুবাইতে বাথটবের মধ্যে ডুবে মৃত্যুর কারণ হতে পারে খাবার না-খাওয়ার কারণে শ্রীদেবীর বারংবার হওয়া ব্ল্যাক আউটের সমস্যাই। গোয়েন্দাদের দীর্ঘ প্রশ্নের সামনেও এমনই জবাব দিয়েছেন বনি কাপুর।
Image credits: instagram
Bangla
শ্রীদেবীর মৃত্যুর প্রকৃত কারণ:
প্রচণ্ড খিদে পেলেও রোগা থাকতে চাওয়ার জন্য খাবার খেতেন না শ্রীদেবী। সেই অভুক্ত থাকাই ধীরে ধীরে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দিল।
Image credits: instagram
Bangla
শ্রীদেবীর মৃত্যুর প্রকৃত কারণ:
তাঁর মৃত্যুর পর প্রায় ২৪ থেকে ৪৮ ঘন্টা ধরে গোয়েন্দারা টানা জিজ্ঞাসাবাদ করেছিলেন বনি কাপুরকে। গোয়েন্দারা এও জানিয়েছিলেন যে, শ্রীদেবীর মৃত্যুর প্রকৃত কারণ জানা নিয়ে মিডিয়ার চাপ রয়েছে
Image credits: instagram
Bangla
শ্রীদেবীর মৃত্যুর প্রকৃত কারণ:
কিন্তু, প্রকাশ্যে কোনও দিনই মুখ খোলেননি বনি কাপুর। তাঁর ওপর শ্রীদেবীর মৃত্যুর দোষ চাপানোর প্রায় ৫ বছর পর এই বিষয়ে প্রকাশ্যে কথা বললেন তিনি।