Bangla

কোটিপতি সুপারস্টার ধর্মেন্দ্রর প্রথম বেতন কত ছিল?

Bangla

হি-ম্যান ধর্মেন্দ্রকে বিদায়: এক যাত্রার শুরু যা খুব ছোট ছিল

বলিউডের কিংবদন্তি ধর্মেন্দ্র আর আমাদের মাঝে নেই। আজ মানুষ তাঁকে সুপারস্টার, লিজেন্ড এবং হি-ম্যান নামে চিনলেও, তাঁর শুরুটা ছিল অত্যন্ত সাধারণ এবং संघर्षময়।

Image credits: Dharmendra/instagram
Bangla

কোটিপতি তারকার প্রথম আয় ছিল মাত্র ৫১ টাকা

বিশ্বাস করা কঠিন যে, যে ধর্মেন্দ্রর নামে ছবি চলত, তিনি তাঁর প্রথম ছবির জন্য মাত্র ৫১ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। এই সামান্য আয়ই তাঁর বড় যাত্রার ভিত্তি স্থাপন করেছিল।

Image credits: Dharmendra/instagram
Bangla

কোনও অভিনয় প্রশিক্ষণ ছাড়াই সুপারস্টার হয়েছিলেন

ধর্মেন্দ্র কখনও কোনও অভিনয় কোর্স করেননি। পাঞ্জাব থেকে আসা এই সাধারণ ছেলেটির জীবন বদলে যায় যখন তিনি ফিল্মফেয়ার ট্যালেন্ট হান্ট জেতেন। সেখান থেকেই তাঁর স্বপ্ন মুম্বাইয়ের পথ ধরে।

Image credits: Dharmendra/instagram
Bangla

স্বপ্নের শহরে পা, কিন্তু পথটা সহজ ছিল না

মুম্বাই পৌঁছেই তিনি বুঝতে পারেন যে তারকা হওয়া স্বপ্নের চেয়েও অনেক বেশি কঠিন। থাকার জায়গা নেই, খাওয়ার টাকা নেই... কিন্তু সাহস ছিল অটুট যা এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছিল।

Image credits: dharmendra instagram
Bangla

প্রতিদিন মাইলের পর মাইল হেঁটে অফিসের চক্কর কাটতেন

ধর্মেন্দ্র এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি প্রতিদিন চলচ্চিত্র প্রযোজকদের অফিসে যেতেন। টাকা না থাকায় পার্কের বেঞ্চে বা যেখানে জায়গা পেতেন সেখানেই ঘুমিয়ে পড়তেন। 

Image credits: dharmendra instagram
Bangla

ঘুমের মধ্যেও বিপদ: মশা, কুকুর এবং ভয়ে ভরা রাত

সেই দিনগুলো এমন ছিল যখন রাতে ঘুমানোর সময় তাঁকে মশার কামড় এবং পথকুকুরের ভয় মোকাবিলা করতে হতো। কিন্তু সমস্ত প্রতিকূলতার মাঝেও তিনি কখনও হাল ছাড়ার কথা ভাবেননি।

Image credits: dharmendra instagram
Bangla

ধর্মেন্দ্রর প্রথম ছবি ‘দিল ভি তেরা হাম ভি তেরে’

১৯৬০ সালে পরিচালক অর্জুন হিঙ্গোরানি তাঁকে প্রথম সুযোগ দেন। ছবির নাম ছিল ‘দিল ভি তেরা হাম ভি তেরে’। এই ছবির জন্যই তিনি প্রথমবার ৫১ টাকা পান, যা ছিল তাঁর প্রথম বেতন।

Image credits: dharmendra instagram
Bangla

৫১ টাকা থেকে কিংবদন্তি: ধর্মেন্দ্রর অমর যাত্রা

৫১ টাকা উপার্জন করা সেই যুবক হিন্দি সিনেমার সুপারস্টার হয়ে ওঠেন। সংগ্রামের আগুনে পুড়ে তৈরি হওয়া এই তারকা হয়তো আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর স্মৃতি অমর হয়ে থাকবে।

Image credits: dharmendra instagram

একটি ছবি করেই কোটিপতি, জন্মদিনে রইল শানায়া সম্পর্কে অজানা তথ্য

মদের নেশা ছেড়ে শান্তিতে জীবন কাটাচ্ছেন এই ৬ তারকা, দেখুন তালিকা

আলিয়া থেকে সারা- দেখে নিন এই ছয় নায়িকার দিওয়ালি লুক

দিওয়ালিতে নজর কাড়তে সারা আলি খানের এই ৭টি এথনিক পোশাক