Bangla

প্রাণবন্ত কিশোর কুমার

কিশোর কুমারের গানের ভঙ্গী ছিল চমকদার ও প্রাণবন্ত। শুধু নিজেই উপভোগ করতেন না, রেকর্ডিং-এ উপস্থিত সকলের মনে এক আলাদা রসের সঞ্চার করাটাই ছিল তাঁর স্বভাবের এক বিশেষ দিক

Bangla

স্বপ্নের আইডল কে.এল.সইগল

যখন কৈশোরের কিশোরের কণ্ঠস্বর ছিল তাঁর জীবনের বড় বিস্ময়। গলার স্বর কর্কশ। এদিকে স্বপ্ন দেখা, গায়ক হওয়ার, নিজের স্বপ্নের আইডল কে.এল.সইগলের সঙ্গে দেখা করার।

Image credits: Facebook
Bangla

দুষ্টু মিষ্টি কিশোর

একদিন খেলার সময় পা কেটে গেলে কিশোর তৈরি করেছিলেন এক হুলুস্থুল পরিবেশ। তারস্বরে কান্নায় বাড়ি উঠল মাথায়। মা ও পরিবারের সদস্যদের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় থামল তাঁর কান্না

Image credits: Facebook
Bangla

দুষ্টু মিষ্টি কিশোর

কান্নাতে হতবাক হলেন সকলেই। সেই কর্কশ স্বর যেন পলকে উধাও। পরিবর্তে গলার স্বর পরিণত হয়েছে এক মিষ্টি সুরেলা কণ্ঠে। সেই থেকেই শুরু পথ চলা

Image credits: Facebook
Bangla

এনার্জিটিক লাইভ শো

কিশোর মানেই এনার্জিটিক লাইভ শো, অথচ প্রথম জীবনে সাধারণত কোনও মিউজিক্যাল শো হলে কিশোর গান গাইতে ভয় পেতেন, পালিয়ে যেতেন সেই দিন

Image credits: Facebook
Bangla

কিশোর কুমারের গান ভীতি

একবার কণ্ঠ শিল্পীদের দিয়ে গান গাইয়ে ফান্ড কালেক্টের উদ্যোগ নেওয়া হলে কিশোর নিজের বাড়ির গেটে তালা ঝুলিয়ে লাপাতা। পরে কল্যানজী-আনন্দিজীর প্রচেষ্টায় সেই ভীতি কাটে কিশোর কুমারের।

Image credits: Facebook
Bangla

অজানা কিশোর

কিশোর কুমার কোনও কথাই শুনতেন না। তাই এক পরিচালক একবার পৌঁছে গিয়েছিলেন কোর্টে। সেখান থেকে নির্দেশ জারি করে এনেছিলেন, স্পটে যেন কিশোর কুমার পরিচালকের কথা মেনেই চলেন।

Image credits: Facebook
Bangla

দুষ্টু মিষ্টি কিশোর কুমার

কিশোর কুমার একটি দৃশ্যে গাড়ি চালাচ্ছিলেন, পরিচালক ভুলে গেলেন কাট বলতে। তাই কিশোর কুমারও থামলেন না। গাড়ি চালিয়ে সেট ছেড়েই বেড়িয়ে গেলেন। 

Image credits: Facebook
Bangla

অজানা কিশোর

গোটা ইন্ডাস্ট্রি জানত, কিশোর কুমার টাকার বিনিময়ে কাজ করাটাই বেশি পছন্দ করতেন। কেউ টাকার বিষয় খামখেয়ালি হলেই তিনি সেদিক থেকে সরে আসতেন।

Image credits: Facebook
Bangla

অজানা কিশোর

একবার অর্ধেক টাকা দিয়ে পরিচালক কাজ শুরু করতে চান তড়িঘড়ি, শ্যুটিং শুরু হলে কিশোর কুমারকে দেখে পরিচালক দেখেন কিশোর কুমারের মুখে রয়েছে অর্ধেক মেকআপ। উত্তর মেলে আধা পয়সা-আধা মেকআপ

Image credits: Facebook

OMG 2 ছাড়াও এই কয়টি ছবিতে দেখা গিয়েছিল ভগবান শিবের মহিমা, দেখে নিন

বাহুবলি থেকে KGF 2- এই ১০টি সিক্যুয়েল ছবিটি আয় গড়েছে রেকর্ড, দেখে নিন

অক্ষয় থেকে আয়ুষ্মান- আসছেন পর্দায়, দেখে নিন অগস্টে মুক্তি পাবে কোন ছবি

দেখে নিন চলতি বছরে কোন বলিউড তারকা পারিশ্রমিক হিসেবে নিলেন কত কোটি