প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ প্রয়াত। ৯২ বছর বয়সে ২৬শে ডিসেম্বর দিল্লি এইমসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মনমোহন সিংহের প্রধানমন্ত্রী হওয়ার কাহিনী রুপালী পর্দায় দেখানো হয়েছে। ২০১৯ সালে ১১০ মিনিটের 'দ্য এক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' ছবিটি মুক্তি পায়।
'দ্য এক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' ছবিটি পরিচালনা করেছিলেন বিজয় গীতে। মনমোহন সিংহের চরিত্রে অভিনয় করেছিলেন অনুপম খের।
অনুপম খের 'দ্য এক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' ছবিতে মনমোহন সিংহের লুক থেকে শুরু করে কণ্ঠস্বর, সবকিছুই অনুকরণ করেছিলেন।
'দ্য এক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। ২১ কোটি টাকা বাজেটের এই ছবিটি ভারতে মাত্র ২৩ কোটি টাকা আয় করেছিল।
ছবিতে অনুপম খের ছাড়াও অক্ষয় খান্না (সঞ্জয় বারু), সুজেন বার্নেট (সোনিয়া গান্ধী), অর্জুন মাথুর (রাহুল গান্ধী), আহানা কুমরা (প্রিয়াঙ্কা গান্ধী) প্রমুখ অভিনয় করেছিলেন।
ক্যামিও চরিত্রেই ৭ ছবিতে ঝড় তুলেছে সলমন, দেখে নিন কোন কোন ছবি
রইল অনিল কাপুরের ৩৮ বছরের পুরোনো বাংলোর ঝলক
বলিউডের ৭ বয়স্ক অভিনেতার বোল্ড দৃশ্য, দেখুন এক নজরে
'মাতাল! ওর সেই যোগ্যতাই নেই যে, আমি ওর বিষয়ে কথা বলবো'- বললেন অভিজিৎ