Bangla

মনমোহন সিংহ রূপে অনুপম খের

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের জীবনীভিত্তিক ছবি
Bangla

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ প্রয়াত। ৯২ বছর বয়সে ২৬শে ডিসেম্বর দিল্লি এইমসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Image credits: Social Media
Bangla

পর্দায় মনমোহন সিংহের কাহিনী

মনমোহন সিংহের প্রধানমন্ত্রী হওয়ার কাহিনী রুপালী পর্দায় দেখানো হয়েছে। ২০১৯ সালে ১১০ মিনিটের 'দ্য এক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' ছবিটি মুক্তি পায়।

Image credits: Social Media
Bangla

কে অভিনয় করেছিলেন মনমোহন সিংহের ভূমিকায়?

'দ্য এক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' ছবিটি পরিচালনা করেছিলেন বিজয় গীতে। মনমোহন সিংহের চরিত্রে অভিনয় করেছিলেন অনুপম খের।

Image credits: Social Media
Bangla

অনুপম খেরের অভিনয়

অনুপম খের 'দ্য এক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' ছবিতে মনমোহন সিংহের লুক থেকে শুরু করে কণ্ঠস্বর, সবকিছুই অনুকরণ করেছিলেন।

Image credits: Social Media
Bangla

বক্স অফিসে ব্যর্থ 'দ্য এক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার'

'দ্য এক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। ২১ কোটি টাকা বাজেটের এই ছবিটি ভারতে মাত্র ২৩ কোটি টাকা আয় করেছিল।

Image credits: Social Media
Bangla

'দ্য এক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার'-এর তারকারা

ছবিতে অনুপম খের ছাড়াও অক্ষয় খান্না (সঞ্জয় বারু), সুজেন বার্নেট (সোনিয়া গান্ধী), অর্জুন মাথুর (রাহুল গান্ধী), আহানা কুমরা (প্রিয়াঙ্কা গান্ধী) প্রমুখ অভিনয় করেছিলেন।

Image credits: Social Media

ক্যামিও চরিত্রেই ৭ ছবিতে ঝড় তুলেছে সলমন, দেখে নিন কোন কোন ছবি

রইল অনিল কাপুরের ৩৮ বছরের পুরোনো বাংলোর ঝলক

বলিউডের ৭ বয়স্ক অভিনেতার বোল্ড দৃশ্য, দেখুন এক নজরে

'মাতাল! ওর সেই যোগ্যতাই নেই যে, আমি ওর বিষয়ে কথা বলবো'- বললেন অভিজিৎ