দিন কয়েক আগেই বলিউডে রাজনীতি হয় বলে অভিযোগ করে শোরগোল ফেলেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। এই মুহূর্তে স্বানী নিক জোনাস এবং মেয়ে মালতী-কে নিয়ে দেশে ফিরেছেন। প্রিয়ঙ্কা ও নিক ছিলেন অনুষ্ঠানে
Image credits: PTI
Bangla
এক ফ্রেমে বিদ্যা ও আলিয়া
শ্যুটিং-এর জন্য মুম্বই-এর বাইরে রয়েছেন রণবীর কাপুর। তাই অনুষ্ঠানে একাকী দেখা গেল আলিয়া ভাটকে। যদিও বিদ্যা বালনের সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন তিনি
Image credits: PTI
Bangla
কৃতি শ্যাননের গাউনে মুখ মুছলেন বরুণ
সম্প্রতি কৃতি শ্যাননের সঙ্গে মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ানের ভেড়িয়া ছবি। অনুষ্ঠানে লাল গাউন পরে এসেছিলেন কৃতি। আর তাঁর নায়ক বরুণকে সঙ্গে করেই দিলেন পোজ
Image credits: PTI
Bangla
রক্তজবা রঙে করিনা
করিনা কাপুরের পরণে ছিল ডিপ লাল রঙের গাউন। যা আবার স্লিভলেস। পোজও দিলেন বেবো
Image credits: PTI
Bangla
অনুষ্ঠানের মূল হোতা নীতা ও মুকেশ
নীতা ও মুকেশ আম্বানির নামেই জন্ম নিয়েছে এই সংস্কৃতি চর্চা কেন্দ্র। ক্যামেরার সামনে পোজও দিলেন নীতা আম্বানি ও মুকেশ আম্বানি
Image credits: PTI
Bangla
অতিথি তালিকায় সদগুরু
চলে যাচ্ছিলেন গটগটিয়ে। হাজারো অনুরোধে থমকালেন সদগুরু। দিলেন পোজ। আর ওমনি ক্যামেরার শাটারে ফটাফট ক্লিকের আওয়াজ।
Image credits: PTI
Bangla
মাতিয়ে দিলেন সিড-কিয়ারা
সদ্য বিয়ে হয়েছে তাঁদের। শরীরি ছোঁয়ায় এখনও যেন মধুচন্দ্রিমা উদযাপনের মাখামাখি। বলিউডে তাঁরাই যেন হট অ্যান্ড হ্যাপেনিং কাপল তা বুঝিয়ে দিলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী
Image credits: PTI
Bangla
শাহরুখের পরিবারের সঙ্গে সলমন
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে শুধু নয় দ্য মোস্ট স্টার অ্যাট্রাকশন-এর ফ্রেমটা নিজের কাঁধে তুলে নিয়েছিলেন সলমন খান।শাহরুখের পরিবারের সঙ্গে পোজও দিলেন ভাইজান সলমন খান
Image credits: PTI
Bangla
এক্কেবারে শাহী সাজে রণবীর-দীপিকা
একজন যেন নবাব এবং অন্যজন যেন বেগমজান। এমনই মেজাজ তোলা পোশাকে অনুষ্ঠানের ফোটো সেশন মাতালেন রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন