Bangla

কেরিয়ার

নব্বই দশকের খ্যাত তারকাদের দলে স্থান পেতেন ইন্দ্র কুমার।

Bangla

স্ক্রিন শেয়ার

সানি দেওল, সলমন খানের মতো স্টারেদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন ইন্দ্র কুমার।

Image credits: facebook
Bangla

জন্ম

১৯৭৩ সালে ২৬ অগস্ট রাজস্থানে জন্ম তাঁর। ১৯৯৪ সালে কেরিয়ার গড়তে মুম্বই গিয়েছিলেন ইন্দ্র কুমার।

Image credits: facebook
Bangla

অভিনীত ছবি

ঘুঙ্গট, বাঘী, কহি প্যার না হো যায়, গজ গামিনী, মা তুঝে সালাম -র মতো হিট ছবি দর্শকরদের দিয়েছেন ইন্দ্র কুমার।

Image credits: facebook
Bangla

শ্যুটিং সেটে আহত

একবার শ্যুটিং সেটে তিনি আহত হন। এই কারণে তিন বছর বিরতি নিতে হয়েছিল তাঁকে।

Image credits: facebook
Bangla

সলমনের সঙ্গে ছবি

তারপর সলমন খানর সঙ্গে একাধিক ছবি করেন। তুমকো না ভুল পায়েঙ্গে থেকে ওয়ান্টেড-র মতো ছবিতে দেখা যায়।

Image credits: facebook
Bangla

ব্যক্তিগত জীবন

ইশা কোপিকরের সঙ্গে ১১ বছরের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক ভাঙার পর সোনাল কারিয়াকে বিয়ে করেন। সে বিয়ে টেকেনি। তারপর ২০০৯ সালে কমলজিৎ কউর নামে এক মডেলকে হিয়ে করেন।

Image credits: facebook
Bangla

বিচ্ছেদ

ফের বিচ্ছেদ হয়, তারপর ২০১৩ সালে পল্লবী সরফে বিয়ে করেন।

Image credits: facebook
Bangla

ধর্ষণের মামলা

২০১৪ সালে ২৩ বছর বয়সি এক মডেলকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হন।

Image credits: facebook
Bangla

অকাল প্রয়ান

২০১৭ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ইন্দ্র কুমার।

Image credits: facebook

Mouni Roy: ফের হট ছবিতে ভক্তদের ঘুম কাড়লেন ‘বঙ্গতনয়া’

Bollywood Movie Clash: জোড় টক্কর, একই দিনে মুক্তি পাবে এই ছবিগুলো

Nude ফোটোশ্যুট থেকে যৌনসঙ্গম - একাধিক বিতর্ক রয়েছে রণবীরের জীবনে

নেহা থেকে অরিজিৎ সিং- দেখে নিন গান গাইতে কে কত টাকা করে নিয়ে থাকেন