নব্বই দশকের খ্যাত তারকাদের দলে স্থান পেতেন ইন্দ্র কুমার।
সানি দেওল, সলমন খানের মতো স্টারেদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন ইন্দ্র কুমার।
১৯৭৩ সালে ২৬ অগস্ট রাজস্থানে জন্ম তাঁর। ১৯৯৪ সালে কেরিয়ার গড়তে মুম্বই গিয়েছিলেন ইন্দ্র কুমার।
ঘুঙ্গট, বাঘী, কহি প্যার না হো যায়, গজ গামিনী, মা তুঝে সালাম -র মতো হিট ছবি দর্শকরদের দিয়েছেন ইন্দ্র কুমার।
একবার শ্যুটিং সেটে তিনি আহত হন। এই কারণে তিন বছর বিরতি নিতে হয়েছিল তাঁকে।
তারপর সলমন খানর সঙ্গে একাধিক ছবি করেন। তুমকো না ভুল পায়েঙ্গে থেকে ওয়ান্টেড-র মতো ছবিতে দেখা যায়।
ইশা কোপিকরের সঙ্গে ১১ বছরের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক ভাঙার পর সোনাল কারিয়াকে বিয়ে করেন। সে বিয়ে টেকেনি। তারপর ২০০৯ সালে কমলজিৎ কউর নামে এক মডেলকে হিয়ে করেন।
ফের বিচ্ছেদ হয়, তারপর ২০১৩ সালে পল্লবী সরফে বিয়ে করেন।
২০১৪ সালে ২৩ বছর বয়সি এক মডেলকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হন।
২০১৭ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ইন্দ্র কুমার।