৪১-এ পা দিলেন নায়িকা। জন্মদিনে সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন তাঁকে।
মিডিয়া রিপোর্ট অনুসারে, প্রায় ৬২০ কোটির মালিক প্রিয়াঙ্কা চোপড়া।
এদিকে তাঁর স্বামী নিকের সম্পত্তি ৫৭৫ কোটি।
বছরে প্রায় ১৮ কোটি আয় করেন প্রিয়াঙ্কা চোপড়া।
মাসিক আয় ১.৫ কোটি প্রিয়াঙ্কা চোপড়ার।
লস অ্যাঞ্জেলাসে ১৫০ কোটির বাংলো তে থাকেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক।
লস অ্যাঞ্জেলাসে ২০ হাজার স্কোয়্যার ফিটের বাড়িতে থাকেন প্রিয়াঙ্কা চোপড়া।
ভারতেও সম্পত্তি আছে তাঁর। গোয়াতে ২০ কোটির বাংলো আছে প্রিয়াঙ্কার।
মুম্বই প্রিয়াঙ্কার বাংলোর মূল্য ১০০ কোটি।
একাধিক দামি গাড়ি আছে প্রিয়াঙ্কা। তালিকায় আছে বিএমডাব্লু ৭, মার্চেন্ড বেনজ এস ক্লাস-র মতো গাড়ি।
দেখে নিন কোন বলিউড পরিচালক ছবি বানাতে কত কোটি পারিশ্রমিক নিয়ে থাকেন
এই নয় বলিউড তারকা সর্বাধিক Income Tax দিয়ে থাকেন, রইল তালিকা
৪০ বছর বয়সেও কিভাবে ফিটনেস রুটিন মেইনটেন করেন ক্যাটরিনা
হেয়ারস্টাইল নিয়ে বারে বারে খবরে এসেছেন দীপিকা, রইল তাঁর ১০টি লুকের ছবি