Bangla

মোট আয়

ভারতের বাজারে ছবির মোট আয় প্রায় ৩৬৮ কোটি টাকা।

Bangla

বুধবারের আয়

বুধবার শেষে আয় করেছিল ৯.৭ লক্ষ টাকা।

Image credits: instagram
Bangla

৩০০ কোটির ক্লাব

ছবিটি পঞ্চম দিনেই ছবিটি পা দিয়েছে ৩০০ কোটির ঘরে।

Image credits: instagram
Bangla

ওপেনিং ডে-র আয়

ওপেনিং ডে-তে ভারতে ছবির আয় ছিল ৭৫ কোটি টাকা।

Image credits: instagram
Bangla

তিন ভাষায় মুক্তি

ছবিটি হিন্দি, তামিল. তেলেগু ভাষায় মুক্তি পেল জওয়ান।

Image credits: instagram
Bangla

বহুরূপী শাহরুখ

বহুরূপী শাহরুখকে দেখে মুগ্ধ সকলে।

Image credits: instagram
Bangla

ভিলেন

দেখা মিলেছে বিজয় সেতুপতির।

Image credits: instagram
Bangla

ছবির কাস্ট

তেমনই দেখা মিলেছে, দীপিকা পাড়ুকোণ, প্রিয়ামণি ও সানা মালহোত্রার। রাফ অ্যান্ড টাফ লুকে ধরা দিয়েছেন নয়নতারা।

Image credits: Twitter

প্রথম সপ্তাহান্তে ব্যাপক আয় করে রেকর্ড গড়েছে এই আটটি বলিউড ছবি

অক্ষয় কুমারের এই সাতটি ছবির অপেক্ষায় রয়েছেন দর্শকেরা, দেখে নিন এক ঝলকে

জেনে নিন 'জওয়ান' ছবির কোন তারকার শিক্ষাগত যোগ্যতা কী

এই কয়টি বলিউড ছবি দীর্ঘদিন ধরে ব্যবসা করেছিল বক্স অফিসে, রইল তালিকা