সদ্য সাত পারে বাঁধা পড়লেন করণ দেওল ও দৃশা আচার্য।
বিয়ে থেকে রিসেপশন- সর্বত্র ছিল চমক। মুম্বইয়ে বিয়ে করেন দৃশা-করণ।
সদ্য প্রকাশ্যে এসেছে দৃশা ও করণের বিয়ের কিছু অদেখা ছবি।
কীভাবে বিয়ের সময় রীতি নীতি মেনেছিলেন তারা, তার দেখা মিলছে ছবিতে।
রিসেপশনে বসেছিল চাঁদের হাট। সেদিন সোনালী গাউন পরেছিলেন দৃশা। করণ পরেছিলেন কালো কোট-ট্রাউজার।
বিয়ের দিনে দৃশার সাজের ছবি ভাইরাল রয়েছে।
তেমনই ধর্মেন্দ্রর নাতি তথা সানি পুত্র করণ দেওল এবং বিমল রায়ের প্রপৌত্রী দ্রিশা আচার্যের বিয়ের দিনে লাল লেহেঙ্গায় সেজেছিলেন দৃশা। করণ পরেছিলেন ক্রিম রঙের শেরওয়ানি।
সদ্য অনুষ্ঠিত হওয়া রিসেপশন পার্টিতে আমির থেকে সলমন- উপস্থিত ছিলেন একাধিক বলিস্টার।
হেভিওয়েট স্টার থাকা সত্ত্বেও ফ্লপ করেছে এই ছবিগুলো, রইল তালিকা
Rocky Aur Rani Ki Prem Kahani: দেখে নিন কোন তারকা কত পারিশ্রমিক নিলেন
Amrish Puri: জন্মদিনে রইল ‘খলনায়ক’ অমরেশ পুরীর সেরা ১০ ছবি
রইল সাতটি ক্রাইম থ্রিলার ছবির হদিশ, OTT-তে দেখা যাবে ছবিগুলো