সদ্য ভাইরাল হয়েছে সানি লিওনের নতুন ছবি।
সমুদ্রের ধারে দেখা যাচ্ছে নায়িকাকে।
মালদ্বীপে ঘুরতে গিয়েছেন নায়িকা। আর সেখান থেকেই পোস্ট করেছিন নিজের ছবি।
ছবি বরাবরের মতো এবারও বেশ আকর্ষণীয় দেখাচ্ছে নায়িকাকে।
টুপিস পরে বিচের ধারে পোজ দিয়েছেন সানি লিওন।
প্রিন্টেড অফ শোল্ডার ক্রপ টপ ও হাই স্লিট রাপার স্কার্ট পরেছেন নায়িকা।
মালদ্বীর থেকে নিজেই পোস্ট করেছেন তাঁর হয় ছবি।
এছাড়াও বিকিনিতে দেখা গিয়েছে সানিকে। সেখানে পৌঁছে জমিয়ে মস্তি করেছেন নায়িকা।
মালদ্বীপে পৌঁছাতে তাঁদের সুন্দর ভাবে স্বাগত জানানো হয়েছে বলে জানিয়েছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে।
ছবি পোস্ট করা মাত্রই তা ঘুম কেড়েছে নেট জনতাদের। ছবি পোস্ট করা মাত্রই তা ভাইরাল হয়েছ।
Deepika Padukone: সুন্দর ত্বক পাওয়ার জন্য কী করেন দীপিকা পাড়ুকোন?
Amir Khan Daughter: আমির খানের মেয়ে ইরার পরিবারের ছবিতে ফতিমা সানা শেখ
ফ্যাশন দুনিয়ায় এখন হিট মুক্তোর নকশা, বলি টাউনে পার্ল-সুন্দরীদের একঝলক
Mouni Roy: বিকিনি-আমেজে ফের দুর্দান্ত IIFA অ্যাওয়ার্ড জয়ী মৌনী রয়