গদর ছবির প্রস্তাব গিয়েছিল কাজলের কাছে। কিন্তু, তিনি রাজি হননি।
গদর এক প্রেম কথা ছবির প্রস্তাব গিয়েছিল মাধুরীর কাছেও। কিন্তু, তিনি রাজি হননি।
গদর এক প্রেম কথা ছবির প্রস্তাব গিয়েছিল আলিয়ার মা সোনি রাজদানের কাছেও। কিন্তু, তিনি রাজি হননি।
ঘায়েল ছবিতে সানি দেওলের বিপরীতে অভিনয়ের প্রস্তাূ ফিরিয়ে দিয়েছিলেন শ্রীদেবী।
গদর এক প্রেম কথা ছবির প্রস্তাব গিয়েছিল ঐশ্বর্য রাই-র কাছেও। কিন্তু, তিনি রাজি হননি।
গদর ২ ছবির প্রস্তাব গিয়েছিল নিমরত কাইরের কাছে। কিন্তু, তিনি প্রস্তাব ফিরিয়ে দেন।
এদিকে শীঘ্রই মুক্তি পাবে গদর ২। সানি দেওল ও আমিশা প্যাটেল থাকছেন ‘গদর ২’ ছবিতে।
তারা সিং ও সকিনার ভূমিকায় দেখা যাবে সানি দেওল ও আমিশা প্যাটেলকে।
ছবিতে সানি দেওয়ালের ছেলের ভূমিকায় থাকছেন উৎকর্ষ শর্মা। তিনি ভারতীয় সৈনিকের ভূমিকায় অভিনয় করবেন।
এই ছবিতে তারা সিং ও তাঁর ছেলে চরণজিতের মধ্যে পিতা-পুত্রের এক বিশেষ বন্ধন ফুটে উঠতে চলেছে।
Web Series: রইল ১০টি ওয়েব সিরিজের কথা, জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এগুলো
Riches Producer: দেখে নিন বলিউডের ধনী প্রযোজকের তালিকায় কে কে আছেন
Urfi Javed: উরফি এখন 'বার্বি'! বসনহীন স্তনে গাঢ় কামনার আঁচ
ওয়েব সিরিজে Bold Scenes-এ অভিনয় করে নজর কেড়েছেন এই ১০ নায়িকা