Bangla

অক্ষয় কুমারের আলিশান বাংলো এক উজ্জ্বল দৃষ্টান্ত

অক্ষয় কুমারের বাড়িটি পরিবেশবান্ধব স্থাপত্যের এক উত্তম উদাহরণ।
Bangla

অক্ষয়ের ইকো-ফ্রেন্ডলি বাংলো

অক্ষয়ের বাংলোর ভিতর ও বাহিরের সৌন্দর্য চোখ ধাঁধানো।
Image credits: instagram
Bangla

অক্ষয়ের বাগানে নানা জাতের গাছপালা

অক্ষয়ের বাগানে রয়েছে নানা ধরনের গাছপালা।
Image credits: instagram
Bangla

টুইঙ্কল নিজেই বাগানের দেখাশোনা করেন

অক্ষয়ের স্ত্রী টুইঙ্কল খান্না নিজেই বাগানের দেখাশোনা করেন।
Image credits: instagram
Bangla

আম, পেয়ারা গাছের সমাহার

টুইঙ্কলের বাগানে আম, পেয়ারা সহ নানা ফলের গাছ আছে।
Image credits: instagram
Bangla

মূর্তি দিয়ে সাজানো বাগান

বাগানে বড় বড় মূর্তি দিয়ে সাজানো হয়েছে।
Image credits: instagram
Bangla

বসার জায়গা এবং হাঁটার পথ

বাগানে বসার জায়গা এবং হাঁটার জন্য পাথওয়ে আছে।
Image credits: instagram
Bangla

বাংলোর দাম প্রায় ৮০ কোটি

খবর অনুযায়ী, অক্ষয়ের এই বাংলোর দাম প্রায় ৮০ কোটি টাকা।
Image credits: instagram

World Environment Day 2025: বিশ্ব পরিবেশ দিবসে দেখুন পরিবেশবান্ধব বাংলো, রয়েছে এই বলিউড অভিনেতার

'তু মেরি ম্যায় তেরা' ছবিতে অনন্যার বদলে কে অভিনয় করতে পারতেন? জেনে নিন

'আর্য ৩' থেকে বাদ পড়লেন আল্লু অর্জুন? কাকে দেখা যাবে তাঁর জায়গায়?

সন্তানের ভবিষ্যত সুন্দর করতে মেনে চলুন ঐশ্বর্য রাইয়ের মাতৃত্বের টিপস