Bangla

ট্রেন টিকিটে ৬টি বিনামূল্যে সুবিধা!

জেনে নিন কিভাবে আপনার পরবর্তী ট্রেন ভ্রমণকে আরও আরামদায়ক করে তুলবেন।

Bangla

বিনামূল্যে চিকিৎসা সুবিধা

  • ভ্রমণকালে অসুস্থ হলে রেলওয়ের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সুবিধা।
  • বড় স্টেশনগুলিতে মেডিকেল রুম, ডাক্তার এবং অ্যাম্বুলেন্সের সুবিধা।
Image credits: Social media
Bangla

বিনামূল্যে খাবার (রাজধানী, শতাব্দী, দুরন্তো)

  • রাজধানী, শতাব্দী বা দুরন্তো এক্সপ্রেসের টিকিট থাকলে,
  • বিনামূল্যে নাস্তা, দুপুরের খাবার বা রাতের খাবার পাবেন (টিকিটের ভাড়ার অন্তর্ভুক্ত)।
Image credits: Social media
Bangla

বিনামূল্যে অপেক্ষাগার (ট্রেন বিলম্বিত হলে)

  • ট্রেন বিলম্বিত হলে, স্টেশনের অপেক্ষাগারে বিনামূল্যে বিশ্রাম নিতে পারবেন।
  • স্লিপার থেকে এসি শ্রেণীর যাত্রীদের জন্য এই সুবিধা।
Image credits: Social media
Bangla

সামগ্রী রাখার সুবিধা - ক্লোকারুম/লকার রুম

  • কিছু বড় স্টেশনে যাত্রীদের জন্য লকার রুমের বিনামূল্যে সুবিধা।
  • ভারী সামগ্রী জমা রেখে ঘুরে আসতে পারবেন।
  • টিকিট দেখিয়ে কয়েক ঘন্টার জন্য সামগ্রী রাখার সুবিধা।
Image credits: Social media
Bangla

বিনামূল্যে চাদর, কম্বল, বালিশ (এসি কোচ)

  • এসি কোচে (২এসি, ৩এসি, ১ম এসি) ভ্রমণ করলে,
  • বিনা খরচে চাদর, বালিশ, কম্বল এবং তোয়ালে পাবেন।
  • কিছু ট্রেনে প্যাকড কিট হিসেবে পাওয়া যায়।
Image credits: Social media
Bangla

বিনামূল্যে ওয়াই-ফাই

  • হাজারো ছোট-বড় স্টেশনে RailWire-এর মাধ্যমে বিনামূল্যে হাই-স্পিড ওয়াইফাই।
  • মোবাইল নম্বর দিয়ে ওটিপি দিয়ে লগইন করে ইন্টারনেট ব্যবহার করুন।
Image credits: Social media

Jyoti Malhotra: চাকরি ছেড়ে ইউটিউবার, জ্যোতির সম্পত্তি কত জানেন?

Pak Spy Jyoti Malhotra: ২০ হাজারের চাকরি ছেড়ে ইউটিউবে ব্লগের নেশা, তদন্তকারীদের আতস কাঁচে জ্যোতির ব্যাঙ্ক অ্য়াকাউন্ট

জ্যোতি মালহোত্রা সম্পর্কে ৫টি অজানা তথ্য, গুগলে সার্চের ঝড়

অতি জনপ্রিয় রাজনীতিবিদদের AI-এর তৈরি শৈশবের ছবি: দেখুন কে বেশি কিউট?