এই জিনিসটির প্রতি আসক্ত কেজরিওয়াল কন্যা, থাকতে পারেন না দূরে
Bangla

এই জিনিসটির প্রতি আসক্ত কেজরিওয়াল কন্যা, থাকতে পারেন না দূরে

হর্ষিতা কেজরিওয়াল কেবল পড়াশোনাই নয়, খেলাধুলাতেও বেশ আগ্রহী। তাঁর ফুটবলের প্রতি বেশ ভালোবাসা। এই খেলার প্রতি তাঁর আসক্তি তাঁর মাথায় চেপে বসে।
এখন অরবিন্দ কেজরিওয়ালের মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকে নিয়ে আলোচনা চলছে
Bangla

এখন অরবিন্দ কেজরিওয়ালের মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকে নিয়ে আলোচনা চলছে

দিল্লি বিধানসভার ৭০টি আসনের ফলাফল ৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে। ইতিমধ্যে, অরবিন্দ কেজরিওয়ালের পরিবার, বিশেষ করে তাঁর কন্যা হর্ষিতা এবং পুত্র পুলকিতকে নিয়ে আলোচনা চলছে।

Image credits: social media
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মেয়ে হর্ষিতা পড়াশোনায় ভালো
Bangla

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মেয়ে হর্ষিতা পড়াশোনায় ভালো

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের এক কন্যা হর্ষিতা এবং এক পুত্র পুলকিত। হর্ষিতা কেজরিওয়াল বেশ মেধাবী। দ্বাদশ শ্রেণিতে ৯৬% নম্বর দেখেই তা অনুমান করা যায়।

Image credits: social media
অরবিন্দ কেজরিওয়ালের মতোই আইআইটি-তে পড়াশোনা করেছেন হর্ষিতা কেজরিওয়াল
Bangla

অরবিন্দ কেজরিওয়ালের মতোই আইআইটি-তে পড়াশোনা করেছেন হর্ষিতা কেজরিওয়াল

অরবিন্দ কেজরিওয়াল এবং সুনীতা কেজরিওয়ালের কন্যা হর্ষিতা দিল্লি আইআইটি থেকে বি টেক করেছেন। তাঁর সর্বভারতীয় র‍্যাঙ্ক ছিল ৩৩২২। তাঁর বাবা অরবিন্দ কেজরিওয়ালও আইআইটিয়ান।

Image credits: Getty
Bangla

আইআইটি থেকে বি টেক সম্পূর্ণ করার পর বহুজাতিক সংস্থায় চাকরি হর্ষিতার

আইআইটি থেকে বি টেক সম্পন্ন করার পর হর্ষিতা কেজরিওয়াল গুরুগ্রামের একটি বহুজাতিক সংস্থায় চাকরি করেছেন। একবার নির্বাচনে পিতার প্রচারের জন্য তিনি পাঁচ মাসের ছুটি নিয়েছিলেন।

Image credits: social media
Bangla

দিল্লিতে ফুটবল খুব একটা জনপ্রিয় না হলেও, এই খেলা ভালোবাসেন হর্ষিতা

হর্ষিতা কেজরিওয়াল কেবল পড়াশোনাই নয়, খেলাধুলাতেও বেশ আগ্রহী। তাঁর ফুটবলের প্রতি ভালোবাসা রয়েছে। এই খেলার প্রতি তাঁর আসক্তি বারবার দেখা গিয়েছে।

Image credits: social media
Bangla

শুধু ফুটবল ভালোবাসাই নয়, নিজে মাঠে নেমে খেলেছেনও হর্ষিতা কেজরিওয়াল

অরবিন্দ কেজরিওয়ালের কন্যা হর্ষিতা একজন ফুটবলার। বেশ কিছু ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলেছেন। ২০১০ সালে অনূর্ধ্ব-১৯ জেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ বিজয়ী দলে ছিলেন।

Image credits: social media
Bangla

পড়াশোনা, খেলার পাশাপাশি ওড়িশা নৃত্য, বিদেশি ভাষার চর্চা করেন হর্ষিতা

হর্ষিতা কেজরিওয়াল ধ্রুপদী ওড়িশি নৃত্যে বেশ ভালো। তিনি এটি বেশ পছন্দ করেন। হিন্দি-ইংরেজির বাইরে সাবলীলভাবে ফরাসি ভাষায় কথা বলতে, লিখতে এবং বুঝতে পারেন।

Image credits: social media

সুতির শাড়িতেই স্টাইল স্টেটমেন্ট তৈরি করেন নির্মলা সীতারামন, দেখুন ছবি

দিল্লির নির্বাচনে রাহুল নেই, প্রিয়ঙ্কা নেবেন দায়িত্ব

Dr. B. R. Ambedkar ভারতীয় সংবিধানের রূপকার, ৩২ ডিগ্রি, ৯ ভাষায় জ্ঞান

মহাকুম্ভ: কেন ক্ষুব্ধ হলেন সুন্দরী সাধ্বী, নিলেন বড় সিদ্ধান্ত