মহিলাদের জন্য সুপার স্কিম, ১ কোটির লোনে ২৫ লাখ ফ্রি
রাজস্থান নারী শক্তি উদ্যম প্রোৎসাহন প্রকল্প: রাজস্থান সরকার মহিলাদের স্বাবলম্বী করতে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে।
India May 21 2025
Author: Moumita Poddar Image Credits:Social Media
Bangla
মুখ্যমন্ত্রী নারী শক্তি উদ্যম প্রোৎসাহন প্রকল্প
রাজস্থান সরকার মহিলাদের আর্থিক ক্ষমতায়ন এবং উদ্যোগকে উৎসাহিত করতে "মুখ্যমন্ত্রী নারী শক্তি উদ্যম প্রোৎসাহন প্রকল্প" শুরু করেছে। যার উদ্দেশ্য তাদের স্বাবলম্বী করে তোলা।
Image credits: Social Media
Bangla
২৫ এবং ৩০ লাখ টাকা পর্যন্ত মওকুফ
এক কোটি টাকার ঋণের জন্য সাধারণ শ্রেণীর মহিলাদের ২৫% এবং বিশেষ শ্রেণীর মহিলাদের ৩০% পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে। অর্থাৎ ২৫ এবং ৩০ লাখ টাকা পর্যন্ত মওকুফ হবে।
Image credits: Social Media
Bangla
আবেদন পদ্ধতি কী?
আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইনে। মহিলারা রাজস্থান সরকারের SSO পোর্টালে (https://sso.rajasthan.gov.in) গিয়ে আবেদন করতে পারবেন। ১ লাখ টাকা পর্যন্ত প্রকল্প প্রতিবেদন প্রয়োজন নেই।