Bangla

শপথ নেওয়ার পর নতুন CJI-এর কাজ স্পর্শ করেছে সকলের মন

ভারতের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণের পর বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গভাইয়ের কাজ সকলের মন স্পর্শ করেছে।

Bangla

সাদা শাড়িতে বসেছিলেন কমল তাই গভাই

রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে বিচারপতি গভাই তাঁর মায়ের সঙ্গে উপস্থিত ছিলেন। কমল তাই গভাই সাদা শাড়িতে প্রথম সারিতে শান্ত ভাবে বসেছিলেন। 

Image credits: সোশ্যাল মিডিয়া
Bangla

করতালির ধ্বনিতে মুখরিত হয়ে উঠল

শপথ গ্রহণের পর তিনি মঞ্চ থেকে নেমে মায়ের চরণ স্পর্শ করলে, পুরো শপথ গ্রহণ অনুষ্ঠান করতালির ধ্বনিতে মুখরিত হয়ে উঠল।

Image credits: সোশ্যাল মিডিয়া
Bangla

মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন

CJI হয়ে যখন ছেলে পা ছুঁতে এলেন, তখন মা মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। এরপরই মা CJI-এর সামনে হাত জোড় করলেন।

Image credits: সোশ্যাল মিডিয়া
Bangla

"আমার ছেলের মন খুব পরিষ্কার"

কমলা তাই গভাই সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বলেন, তাঁর ছেলের মন খুব পরিষ্কার। যা মনে হয়, তাই করে। ন্যায়ের পথে কেউ তাকে বিচলিত করতে পারবে না।

Image credits: সোশ্যাল মিডিয়া

তাজমহলের পাশ দিয়ে এবার ছুটবে মেট্রো রেল, রইল যাত্রা শুরুর দিন আর রুট

DGNO-এর কৌশলে নাস্তানাবুদ পাকিস্তান, জানেন কে এই ভাইস অ্যাডমিরাল এ.এন প্রমোদ?

জেনে নিন আজকে পেট্রোল-ডিজেলের দাম কত, রইল ১০ টি শহরে কথা

Rafale to S 400 Weapons: পাকিস্তানকে ধোঁয়া তুলে দিল ভারত