ভারত-পাক যুদ্ধে প্রতিপক্ষকে প্রতিহত করতে অগ্রণী ভূমিকা নিয়েছেন তিনি। দিয়েছেন বীরত্বের পরিচয়। জানেন অগ্নিকন্য়া উইং কমান্ডার ব্যোমিকা সিংয়ের নামের আসল মানে? জানুন বিশদে…
India May 11 2025
Author: Moumita Poddar Image Credits:ANI
Bangla
ভারত-পাকিস্তান বিবাদ
ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি অব্যাহত। যদিও এখন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি আবার কার্যকর হয়েছে। সংঘর্ষ বিরতি চুক্তি অমান্য করে ফের আক্রমণ চালিয়েছে পাকিস্তান।
Image credits: ANI
Bangla
আলোচনায় উইং কমান্ডার
এরই মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়ার সামনে অপারেশন সিঁদুরের কাহিনী বারবার তুলে ধরা বিমানবাহিনীর উইং কমান্ডার ব্যোমিকা সিং সংবাদ শিরোনামে রয়েছেন।
Image credits: ANI
Bangla
কোথায় থাকেন ব্যোমিকা?
দক্ষ হেলিকপ্টার পাইলট ব্যোমিকা সিং লখনউয়ের বাসিন্দা। তাঁর শ্বশুরবাড়ি হরিয়ানার ভিওয়ানি গ্রাম বাপোড়ায়। তাঁর স্বামী দীনেশ সিং সভ্রওয়ালও উইং কমান্ডার।
Image credits: ANI
Bangla
ব্যোমিকা নামের অর্থ
উইং কমান্ডার ব্যোমিকা সিং-এর নামের অর্থ 'আকাশ' এবং অপারেশন সিন্দুরের এই সংবাদ সম্মেলনে তিনি নারীশক্তির প্রতীক হিসেবে মঞ্চে ছিলেন।
Image credits: ANI
Bangla
কীভাবে হল নামকরণ?
২০২৩ সালে ব্যোমিকা শৈশবের কথা বলতে গিয়ে বলেছিলেন, যখন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়তাম, তখন আমরা ক্লাসে নামের অর্থ নিয়ে আলোচনা করছিলাম।
Image credits: ANI
Bangla
এক মেয়ে ব্যোমিকা নামের অর্থ বলেছিল
আমাদের নাম ব্যোমিকা, যার অর্থ আকাশ। একটা মেয়ে চিৎকার করে বলেছিল, তোমার নাম ব্যোমিকা। সেই দিন থেকেই আমি পাইলট হতে চেয়েছিলাম।
Image credits: ANI
Bangla
ব্যোমিকা কবে পেয়েছিলেন উইং কমান্ডার পদ?
ব্যোমিকা ২০১৭ সালে পদোন্নতির পর উইং কমান্ডার পদ পেয়েছিলেন। এরপর ২০১৯ সালে ফ্লাইং ব্রাঞ্চে স্থায়ী কমিশন পান।